আমার একটি টেক বিষয়ক ওয়েবসাইট আছে। নিয়মিত কন্টেন্ট পাবলিশ হয়। কিন্তু এই নিয়মিত কাজ করতে ধরেই ওয়েবসাইট সার্ভার স্লো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আমার ওয়েবসাইটের হোস্টিং Namecheep থেকে নেওয়া 'শেয়ারেড হোষ্টিং' ২০ GB SSD কিনলাম। শুরুর দিকে ভালো স্পিড পেতাম কিন্তু সমস্যাগুলো ইদানীং অনেক বেশি হচ্ছে। সমস্যাগুলো হলোঃ
বি.দ্র. এই সমস্যাগুলো সমাধান এর উপায় বলবেন। সাথে যদি মিডিয়াম প্রাইজে Cpu ফিজিক্যাল ম্যামুরি ফুল হওয়ার ঝামেলা বিহীন কোনো হোস্টিং বা কোনো উপায় থেকে তাহলে অবশ্যই জানাবেন।
খেয়াল করুনঃ হোস্টিং প্রভাইডার চেঞ্জ করতে চাচ্ছি না। প্যাকেজ চেঞ্জ করার ভালো কোনো পরামর্শ হলে অবশ্যই দিয়ে যাবেন।
আপনাকে VPS, Cloud বা Dedicated Hosting এ Shift করতে হবে।