Free Internet Bughost Finding নিয়ে লেখালেখি করা কি এখানে বৈধ্য?


আগে বলি কেন এ প্রশ্ন করলাম

সচরাচর ফ্রিনেট নিয়ে টেকটিউনস এ টিউন করা হয় না। তবে অনেক আগের টিউনস আছে। তো কথা হচ্ছে, এখানে বাগহোস্ট ফাইন্ড ও বর্তমানের ওয়ার্কিং ফ্রিনেট মেথডগুলো শেয়ার করে ও বিস্তারিত লিখে যদি পাবলিশ করি তাহলে কি ট্রাস্টটেড টিউনার রিকুয়েস্ট করলে এ পোস্টগুলোর জন্য সমস্যা হতে পারে?

ফ্রিনেট নিয়ে টিউন করলে সেগুলো কোন ক্যাটাগরিতে রাখব?

আসলে আমি বেশ কিছুদিন আগে টেকটিউনস এর ব্লগলিখে আয় করার বিষয়টি লক্ষ্য করি। এবং টেকটিউনস ডেক্স এ অনেকের রিকুয়েস্ট দেয়ার পর কি কি সমস্যা তাদের হয়েছে সেগুলো লক্ষ্য করি। এরমধ্যে অন্যতম একটি সমস্যা ছিল সঠিক ট্যাগ নির্বাচন না করা। আশা করছি খুব শিগ্রই হেল্প পাবো।


দেখা
972
উত্তর
উত্তর দিন
1 বছর 4 মাস আগে