সচরাচর ফ্রিনেট নিয়ে টেকটিউনস এ টিউন করা হয় না। তবে অনেক আগের টিউনস আছে। তো কথা হচ্ছে, এখানে বাগহোস্ট ফাইন্ড ও বর্তমানের ওয়ার্কিং ফ্রিনেট মেথডগুলো শেয়ার করে ও বিস্তারিত লিখে যদি পাবলিশ করি তাহলে কি ট্রাস্টটেড টিউনার রিকুয়েস্ট করলে এ পোস্টগুলোর জন্য সমস্যা হতে পারে?
আসলে আমি বেশ কিছুদিন আগে টেকটিউনস এর ব্লগলিখে আয় করার বিষয়টি লক্ষ্য করি। এবং টেকটিউনস ডেক্স এ অনেকের রিকুয়েস্ট দেয়ার পর কি কি সমস্যা তাদের হয়েছে সেগুলো লক্ষ্য করি। এরমধ্যে অন্যতম একটি সমস্যা ছিল সঠিক ট্যাগ নির্বাচন না করা। আশা করছি খুব শিগ্রই হেল্প পাবো।