আমার কম্পিউটারটি নষ্ট হয়ে গেছে। কম্পিউটারের পাওয়ার বাটনে চাপ দিলে কম্পিউটার অন হচ্ছে না।
আমি বুঝতে পারছি না যে আমার কম্পিউটারের
পাওয়ার সাপ্লাই নষ্ট হয়েছে নাকি মাদারবোর্ড।
Ram খুলে হালকা ভাবে পরিশকার করে আবার লাগিয়ে দেখতে পারে।
এটি ধাপে ধাপে চেক করতে হবে। ১ম ধাপে পাওয়ার কেবল চেক করতে হবে। ২য় ধাপে পাওয়ার সাপ্লাই চেক করতে হেব। ৩য় ধাপে পাওয়ার সুইচ চেক করতে হবে।
Ram খুলে হালকা ভাবে পরিশকার করে আবার লাগিয়ে দেখতে পারে।