কীভাবে Website তৈরী করবো?

ওয়েবসাইট

আসসালামু-আলাই-কুম, জনাব আমি এই রকম webedunews.com একটি Website তৈরী করতে চাই। কিভাবে করব? পরার্মশ চাই। ধন্যবাদ।


দেখা
1,898
উত্তর
3
2 বছর 1 মাস আগে

You can create your website with Word Press. It is easy to install as well as operation. However, you have to remember about the security of your desired website.You can hire me to build your desired website. All you have to provide me with domain name and cpanel of your hosting that’s it. Thank You.

ওয়েবসাইট তৈরি করার আগে আপনাকে ভাবতে হবে- আপনি কি নিজেই সেটা তৈরি করতে চান, নাকি অন্য কোনো web developer এর কাছ থেকে তৈরি করে নিতে চান?
১) যদি নিজে ওয়েবসাইট তৈরি করতে চান, তবে আপনাকে ওয়েবসাইটের মূল কাঠামো বা মূল অংশ ওয়েবপেইজ সম্পর্কে জানতে হবে। ইন্টারনেটে সংযুক্ত ওয়েবসাইটের প্রত্যেকটি পেইজকে এক একটি ওয়েবপেইজ বলে। তো এই ওয়েবপেইজের প্রাথমিক কাঠামো দানকারী ভাষার নাম HTML। আপনি এই ভাষা সম্পর্কে জানতে চাইলে আমার প্রোফাইলের ইউটিউব চ্যানেলে প্রবেশ করুন। সেখানে আপনি আরেকটি অন্য চ্যানেল পেয়ে যাবেন। সেই চ্যানেলে আপনি HTML এর ফ্রি কৌর্স করতে পারবেন। এরপর আপনাকে c ভাষা, javascript, php, asp ইত্যাদি সম্পর্কে জানতে হবে। তবেই আপনি ওয়েবসাইট তৈরি করতে পারবেন।
২) অন্য কোনো Developer এর সাহায্যেও আপনি এটি করতে পারেন।
তবে যে পথেই বেছে নেন না কেন, আপনার সাইটটিকে ইন্টারনেটে সংযুক্ত করতে হলে আপনাকে host এবং domain name ক্রয় করতে হবে।
ফ্রিতে করতে চাইলে blogger কিংবা wordpress এর মাধ্যমে করতে পারেন।
আশা করি, আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। ধন্যবাদ।

আপনি ওয়ার্ড প্রেস দিয়ে আপনার ওয়েবসাইট তৈরি করতে পারেন।