আমার একটি ওয়েবসাইট অনেকদিন ধরে র‍্যাংক এ আসছে না অনেক চেষ্টা করেছি কেউ সাজেশন দিবেন প্লিজ

অনলাইন ইনকাম এসইও ওয়েবসাইট

আমি অনেকদিন ধরে একটা সাইট নিয়ে কাজ করছি। সাইটটা যখন আমি হাতে নেই তখন অনেক ডুপ্লিকেট কন্টেন্ট ছিল। আমি সব রিমুভ করে নিজে কন্টেন্ট লিখেছি, যা যা করা দরকার সেট করেছি কিন্তু কিছুতেই র‍্যাংক এ আসছে না। কেউ কি প্লিজ একটি হেল্প করবেন সাজেশন দিয়ে।

সাইট লিংকঃ https://smartpowerltd.com/best-online-ups-in-bangladesh/


দেখা
2,189
উত্তর
2
3 বছর 1 মাস আগে

তুমি একজন দক্ষ লোক দারা SEO করিয়ে নাও এবং নতুন নতুন ট্যাগ ব্যবহার করো যেগুলো সার্চ র‍্যাংক বেশি তাহলে তোমার ওয়েব সাইট গুগোল টপ র‍্যাংকে আসবে। ধন্যবাদ