আমি কীভাবে অনলাইনে ইনকাম করতে পারি?


আমি কীভাবে অনলাইনে ইনকাম করতে পারি?


দেখা
5,699
উত্তর
4
3 বছর 2 মাস আগে

ফার্স্ট অফ অল, আপনাকে আগে একটা ভালো স্কিল বিল্ড করতে হবে। এরপর সে স্কিল কে কাজে লাগিয়ে আপনি নিজেই তখন আর্ন করতে পারবেন বিভিন্ন মার্কেটপ্লেস থেকে। তাহলে ট্রাই করেন ফার্স্ট এ লার্ন এরপরে আর্ন। গুড লাক।

অামি নিজেই সেটা ভাবছি

Level 2

অনলাইন থেকে ইনকাম করার আসলে অনেক ওয়ে আছে . এখন প্রচুর মানুষ অনলাইন থেকে ইনকাম করছে. আপনি চাইলে ফ্রিল্যান্সিং করতে পারেন. আবার চাইলে নিজে নিজের ব্যবসা করতে পারেন.
আমি নিজে ফ্রিল্যান্সিং এবং CPA মার্কেটিং করে ইনকাম করে থাকি. আমার ব্লগ এ আমি ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো এবং সিপিএ মার্কেটিং কি এই ২ টি পোস্ট করেছি আপনি চাইলে দেখতে পারেন আশা করি এই ২ টি পোস্ট আপনাকে সাহায্য করবে

আপনি কি বিষয়ে দক্ষ, তা আগে নিশ্চিত হন। তারপর সে বিষয়ে বিভিন্ন মার্কেটপ্লেস সন্ধান করুন। সেগুলোতে একাউন্ট ক্রিয়েট করে আপনি টাকা আয় করুন।
আপনি চাইলে অনলাইনে আর্টিকেল লিখে আয় করতে পারেন।
আপনি চাইলে ইউটিউবে ভিডিও আপলোড করে আয় করতে পারেন।
অথবা, ব্লগিং করেও আয় করতে পারেন।
তো, ভাবুন- কি বিষয়ে আপনি দক্ষ? সে বিষয়েই অনলাইনে কাজ করুন। ধন্যবাদ।