বন্ধরা আমি একজন নতুন ব্লগার। আমার ব্লগ সাইট http://www.bestblog24.com। আমার সাইটের বয়স প্রায় 4 মাস আমি আমার সাইটের জন্য অন পেজ এবং অফ পেজ এসিও করেছি। আমার সাইটে ভিজিটরের সংখ্যা একদমই কম, নাকি নতুন অবস্থায় এমই থাকে? আমি আমার লাস্ট 3 মাসের সার্চ কনসোল রিপোর্ট আপলোড করে দিয়েছি। কোনে পেইড প্রমোশন করার মত টাকাও আমার কাছে নাই। যদি কেউ এ বিষয়ে কোন তথ্য দিয়ে আমাকে সাহায্য করেন তাহলে অনেক কৃতজ্ঞ থাকব। কি কি ভাবে ওয়েবসাইটের ভিজিটর বাড়ানো যায়? আর যদি কোন ভাই আমার সাইটটিতে ভিজিট করে দেখে বলতেন আমার কোথায় কোথায় ভুল আছে এবং কোথায় কোথায় ইমপ্রুম করা দরকার। তাহলে অনেক উপকৃত হইতাম।
আমি যত টুকু আপনার ওয়েবসাইটে ভিজিট করে দেখলাম যদি ও আমি ওয়েবমাস্টার নয় তার পরেও আপনার ওয়েবসাইটের স্পিড অনেক স্লও। আপনার ওয়েবসাইট লোড হতে একটু সময় নিচ্ছে। আপনি একটি প্রিমিয়াম থিম ব্যাবহার করে দেখতে পারেন। তাছাড়া আর সব কিছু ঠিক আছে আপনার ওয়েবসাইটের।