কিভাবে নতুন ব্লগে ভিজিটর বাড়ানো যায়?


বন্ধরা আমি একজন নতুন ব্লগার। আমার ব্লগ সাইট http://www.bestblog24.com। আমার সাইটের বয়স প্রায় 4 মাস আমি আমার সাইটের জন্য অন পেজ এবং অফ পেজ ‍এসিও করেছি। আমার সাইটে ভিজিটরের সংখ্যা একদমই কম, নাকি নতুন অবস্থায় এমই থাকে? আমি আমার লাস্ট 3 মাসের সার্চ কনসোল রিপোর্ট আপলোড করে দিয়েছি।  কোনে পেইড প্রমোশন করার মত টাকাও আমার কাছে নাই। যদি কেউ এ বিষয়ে কোন তথ্য দিয়ে আমাকে সাহায্য করেন তাহলে অনেক কৃতজ্ঞ থাকব। কি কি ভাবে ওয়েবসাইটের ভিজিটর বাড়ানো যায়? আর যদি কোন ভাই আমার সাইটটিতে ভিজিট করে দেখে বলতেন আমার কোথায় কোথায় ভুল আছে এবং কোথায় কোথায় ইমপ্রুম করা দরকার। তাহলে অনেক উপকৃত হইতাম।


দেখা
1,850
উত্তর
4
3 বছর 1 মাস আগে

আমি যত টুকু আপনার ওয়েবসাইটে ভিজিট করে দেখলাম যদি ও আমি ওয়েবমাস্টার নয় তার পরেও আপনার ওয়েবসাইটের স্পিড অনেক স্লও। আপনার ওয়েবসাইট লোড হতে একটু সময় নিচ্ছে। আপনি একটি প্রিমিয়াম থিম ব্যাবহার করে দেখতে পারেন। তাছাড়া আর সব কিছু ঠিক আছে আপনার ওয়েবসাইটের।

    ধন্যবাদ ভাই! আসার এটা প্রিমিয়াম থিম। আমি ব্লগার দিয়ে ওয়েবসাইটটি তৈরী করেছি, স্পিড অপটিমাইজেসনের অনেক চেষ্টা করেছি কিন্তু আমি কোডিং তেমন একটা পারি না আর ইউটিউব এ সার্চ দিলে সব ওয়ার্ডপ্রেস এর টিটোরিয়াল আসে। আপনি কি এ ব্যাপারে আমাকে সাহায্য করতে পারবেন?

আমার মনে হয় যদি আপনি ব্লগিং টা সিরিয়াসলি নিয়ে থাকেন তাহলে ওয়ার্ডপ্রেস এ চলে আসেন। লাইফের অনেক টা সময় আমি ব্লগার এ নষ্ট করে ফেলেছি ।
না আছে ভালো SEO করার সুবিধা না আছে কোনো ভালো প্লাগিন । কাস্টোমাইজ ডিজাইন কোনোটাতেই নেই ব্লগার । শুধু একটাই সুবিধা গুগল ফ্রীতে হোস্ট দিচ্ছে এখানে।
আপনি সাইট টা ওয়ার্ডপ্রেস এ নিয়ে আসেন তারপর সেটাকে যেমন খুশী তেমন করতে পারবেন । অর্থাৎ পুরা সাইট আপনার হাতের তালুতে। এমনকি টেক টিউন স ও কিন্তু ওয়ার্ডপ্রেস দ্বারা তৈরি ।
মাইগ্রেশন এ কোনো সাহায্য লাগলে হেল্প নিতে পারেন: themoonroy.

Twitter, LinkedIn, Facebook, Google+ এবং Pinterest সহ আপনার সামাজিক মিডিয়া নেটওয়ার্কগুলিতে প্রতিটি নতুন ব্লগ টিউন শেয়ার করুন৷ আপনি যদি আপনার নেটওয়ার্ক গড়ে তোলার জন্য সময় ব্যয় করেন এবং দুর্দান্ত সামগ্রী ভাগ করেন, তাহলে সোশ্যাল মিডিয়া সাইটগুলি আপনার শীর্ষস্থানীয় কিছু ট্র্যাফিক উত্স হতে পারে৷