আমি একটি ফ্রি ওয়েবসাইট তৈরি করেছি এটার টিউন গুগল ইনডেক্স হচ্ছে না

অ্যান্ড্রয়েড এসইও ওয়েবসাইট ব্লগিং

আমি একটি ফ্রি ওয়েবসাইট তৈরি করেছি এটার টিউন গুগল ইনডেক্স হচ্ছে না!
ওয়েবসাইট লিংক প্লিজ চেক এবং সমাধান ধন্যবাদ।
https://tech-masudur.blogspot.com/2020/12/all%20the%20information%20about%20android.html?m=1


দেখা
1,997
উত্তর
3
3 বছর 12 মাস আগে

গুগল সার্চ কন্সোলে এড করুন তারপর চেষ্টা করুন

একটা টপ লেভেল ডোমেইন কিনেন। আপনি যে বিষয়ে টিউন করেন মানে আপনার নিশ যেটা এখানে অনেকেই টিউন করে। কাজেই আপনি যদি টপ লেভেল ডোমেইন না কিনেন তাইলে গুগল র‍্যাংক করাবে না ফলে অ্যাডস থেকে আয়ও বাড়বে না। আর আমার মনে হয় আপনার সেটিংসে কোথাও ভুলে no-index অন হয়ে আছে। যার ফলে চাইলেও গুগলের কিছু করার নেই।

একটা টপ লেভেল ডোমেইন কিনেন। আপনি যে বিষয়ে টিউন করেন মানে আপনার নিশ যেটা এখানে অনেকেই টিউন করে। কাজেই আপনি যদি টপ লেভেল ডোমেইন না কিনেন তাইলে গুগল র‍্যাংক করাবে না ফলে অ্যাডস থেকে আয়ও বাড়বে না। আর আমার মনে হয় আপনার সেটিংসে কোথাও ভুলে no-index অন হয়ে আছে। যার ফলে চাইলেও গুগলের কিছু করার নেই।