3g mobile এ 4g internet চালাবো কিভাবে

অ্যান্ড্রয়েড

3g mobile এ 4g internet চালাবো কিভাবে


দেখা
1,539
উত্তর
3

থ্রিজি মোবাইল ফোনে কখনোই আপনি ফোরজি ব্যবহার করতে পারবেন না। কেননা থ্রিজি মোবাইল ফোনে যে নেটওয়ার্ক ডিভাইস বা চিপ ব্যবহার করা হয় তা সর্বোচ্চ থ্রিজি ফ্রিকোয়েন্সি পর্যন্ত এডাপ্টার করতে পারে। এর জন্যই ওই মোবাইলটিকে 3G মোবাইল বলা হয়।

আপনি ফোরজি ইন্টারনেট ব্যবহার করতে হলে আপনার মোবাইল, 4G মোবাইল হতে হবে। আর ফোরজি মোবাইল এ ফোরজি ফ্রিকোয়েন্সি অ্যাডাপ্ট করতে পারে এমন নেটওয়ার্ক ডিভাইস সংযুক্ত থাকে বলেই তাকে ফোরজি মোবাইল বলা হয়।

আর ফোরজি মোবাইলে যে থ্রিজি ব্যবহার করতে পারবেন তা তো আর বলার অপেক্ষা রাখে না।

অসম্ভব

ভাইয়া আপনি ৩জি ফোনে কখনোই ৪জি হবে না । কারন ৩জি ফোনের সব কিছু প্রসেসর ৩জি থাকে । তাই সেখানে ৪জি করা সম্ভব নয় ।