xampp server এ পাইথন কিভাবে রান করবো

সার্ভার

xampp server এ পাইথন কিভাবে রান করবো  


দেখা
849
উত্তর
1
4 বছর 1 মাস আগে

পাইথন দিয়ে ওয়েব ডেভলপমেন্ট এর জন্য পাইথনের নিজস্ব ফ্রেমওয়ার্ক রয়েছে Django (উচ্চারণ জ্যাঙ্গো, ডি জ্যাঙ্গো না) Django লোকাল ভাবে সেটাপ করার পর Django এর নিজস্ব ওয়েব সার্ভার আছে যা চালু করে আপনি XAMPP এর মত লোকালি Web Development করতে পারবেন। তবে এক্ষেত্রে আপনাকে ডাটাবেইজ হিসেবে SQL Lite ব্যবহার করতে হবে।

তবে আপনি যদি লোকালি পাইথন ডেভলপমেন্ট এর ক্ষেত্রে মাইএসকিউএল ব্যবহার করতে চান। তবে সে ক্ষেত্রে আপনার কম্পিউটারে আগে পাইথন ইন্সটল করতে হবে। এরপর XAMPP এর Apache কনফিগারেশন করে তা PHP এর বদলে পাইথন সেট করতে হবে। এ ধরনের অনেক টিউটোরিয়াল আপনি ইউটিউব ও ওয়েবে সার্চ করলে পেয়ে যাবেন।

এছাড়া Bitnami এর উইন্ডোজের জন্য Pre-Configured পাইথন লোকাল ডেভলপমেন্ট এনভারমেন্ট আছে। যা আপনি সহজে ইন্সটল করে উইন্ডোজ পিসিতে লোকাল পাইথন ডেভলপমেন্ট করতে পারবেন।