ট্যাবলেট পিসিতে পিসির কিবোর্ড দিয়ে বাংলা লেখা

অভ্র কিবোর্ড অ্যান্ড্রয়েড

Android  Tablet Pc তে পিসির কিবোর্ড দিয়ে বাংলা লেখবো কিভাবে


দেখা
776
উত্তর
2
4 বছর 1 মাস আগে

ট্যাবলেটে কিবোর্ড দিয়ে বাংলা লেখার জন্য প্রথমে আপনার ট্যাবলেটে একটি OTG ক্যাবল বা ডিভাইস দিয়ে কিবোর্ড সংযুক্ত করতে হবে। তবে এর জন্য আপনার ট্যাবলেটটি অবশ্যই OTG সাপোর্টেড হতে হবে।

OTG এর মাধ্যমে আপনি আপনার ট্যাবলেটে সফলভাবে কিবোর্ড সংযুক্ত করার পর আপনি GBoard, Redmic, Avro ইত্যাদি বিভিন্ন অ্যান্ড্রয়েড অ্যাপ ইনস্টল করে বাংলা লিখতে পারবেন।

এছাড়া ওয়েবে বেশকিছু বাংলা টাইপিং প্যাড রয়েছে। যেমন BN Web Tools, Avro Web সহ আরো অনেকগুলো আছে। এই টাইপিং প্যাড গুলো আপনি ব্রাউজারে ওপেন করেও আপনার ট্যাবলেটে OTG এর মাধ্যমে সংযুক্ত কিবোর্ড দিয়ে টাইপ করে বাংলা লিখতে পারবেন।

এছাড়া OTG এর মাধ্যমে অ্যান্ড্রয়েড ট্যাবলেট বা স্মার্টফোনে কিবোর্ড সংযুক্ত করার পর অ্যান্ড্রয়েড সেটিংস এর কিবোর্ড অপশন এ OTG এর মাধ্যমে সংযুক্ত কিবোর্ডটি কিভাবে কাজ করবে তার বিভিন্ন অপশন অ্যাক্টিভ হয়ে যায়। যার মাধ্যমে আপনি আপনার OTG এর মাধ্যমে সংযুক্ত কিবোর্ডটি কিরকম Behave করবে তা নিয়ন্ত্রণ করা যায়।