ইউটিউব এ ভিউ বাড়ানো যায় কিভাবে

ইউটিউব

ইউটিউব ভিডিওতে ভিউ হচ্ছেনা কিভাবে আমার ভিউ বাড়াতে পারি


দেখা
1,268
উত্তর
2

কোয়ালিটি কনটেন্ট প্রোভাইড করে।

কনটেন্ট রাইটিং বা ক্রিয়েট যা করেন না কেন এটি একটি সুদূরপ্রসারি প্রসেস। রাতারাতি ওয়াচ টাইম আর ভিউ দিয়ে আপনি আশানুরূপ তেমন কিছু করতে পারবেন না।

যে কোন প্লাটফর্মে কাজ করতে গেলে সেটা টেকটিউনস হোক আর অন্য যে কোন প্ল্যাটফর্ম হোক প্রয়োজন নিয়মিত প্ল্যানিং এবং নিয়মিত কনটেন্ট তৈরি। আর এটা টানা যে কোন প্লাটফর্মে দুই থেকে তিন বছর করে যেতে পারলেই আপনি সফল হতে পারবেন বলে আশা করা যায়।