Android Os

অ্যান্ড্রয়েড

Android Operating System  কি ইডিট করে নিজের মতো বানানো সম্ভব?


দেখা
890
উত্তর
1
4 বছর 2 মাস আগে

হ্যাঁ অবশ্যই সম্ভব এবং বিভিন্ন কোম্পানি স্যামসাং, শাওমি, ওপ্পো, রিয়েল মি তো সেটাই করে। যেহেতু অ্যান্ড্রয়েড একটি ওপেনসোর্স অপারেটিং সিস্টেম। তবে এর জন্য অপারেটিং সিস্টেম কাস্টমাইজেশনের অভিজ্ঞতা জ্ঞান দক্ষতা থাকতে হবে। ওপেনসোর্স মানে এই না যে আপনি কিছু টেক্সট চেঞ্জ করে আপনার নিজের নামে অপারেটিং সিস্টেম তৈরি করে ফেলতে পারবেন।

অ্যান্ড্রয়েডের ওপেনসোর্স ভার্সন টিকে ASOP https://source.android.com/ ভার্সন বলা হয়। এটি এন্ড্রয়েডের বেইস ভার্সন। শাওমি স্যামসাং ভিভো তাদের বিভিন্ন ডিভাইসে যে অ্যান্ড্রয়েডের ভার্সনটি দেয় সেটি হচ্ছে এই ASOP অ্যান্ড্রয়েডকে বিভিন্ন কোম্পানি নিজেদের মতো করে UI ও আরো বিভিন্ন কিছু ডেভেলপ করে তারপর ডিভাইসগুলোতে দেয় যেগুলো আমরা বিভিন্ন স্মার্টফোনে ব্যবহার করে থাকি।