ব্লগিং নিয়ে খুব সাধারণ কিছু সমস্যা

ব্লগিং

ব্যাস্ততার মধ্যেউ যদি আমার ইমেইলর উত্তর দিতেন খুব উপকৃত হতাম।

আমি ১ মাস যাবৎ ব্লগারে ব্লগিং শুরু করেছি।
এখন আমার ব্লগ হলো http://www.islamicandtechnicalknowledge.blogspot.com

প্রশ্ন - ০১:

আমার ব্লগে আমি সব কন্টেন্ট বাংলাতে লেখতে চাই। তাহলে আমার ব্লগের নাম (Blog Name) বাংলাতেই দিবো? নাকি ইংরেজিতে দিলেও হবে?

প্রশ্ন - ০২:

আমি যেহেতু সব ব্লগ বাংলাতেই লেখবো। তাই ব্লগের ভাষা(যেটা সেটিং এ থাকে) এবং সব কন্টেন্ট এর বর্ণনা ও কি বাংলায় দিতে হবে? নাকি ইংরেজি দিলেও হবে?

প্রশ্ন - ০৩:

আমি যেহেতু সব ব্লগ বাংলাতেই লেখবো। তাই ব্লগের About Me page বাংলাতেই লেখবো নাকি ইংরেজিতে লেখলেও হবে?

ব্লগের সকল পেইজ কি বাংলায় লিখবো? নাকি ইংরেজিতে ও লেখা যাবে?

প্রশ্ন - ০৪:

আমি যদি কন্টেন্টগুলো বাংলায় লেখি তাহলে ব্লগের ভাষা (Blog Language) কি বাংলায় দিবো নাকি ইংরেজিতে থাকলে সমস্যা নাই?

দয়া করে আমার এই ৪ টা খুব সামান্য প্রশ্নের উত্তর দিবেন।


দেখা
1,327
উত্তর
2
4 বছর 1 মাস আগে

প্রশ্ন – ০১:

আপনার ব্লগের যদি লয়েল ট্রাফিক থাকে তাহলে ব্লগের নাম বাংলাতে দিতে পারেন কোন সমস্যা নেই। লয়েল ট্রাফিক মানে হচ্ছে যারা আপনার ব্লগ সম্পর্কে জানে এবং নিয়মিত ভিজিট করে। তবে যদি এমন ট্রাফিক না থাকে তাহলে অবশ্যই ব্লগ নেইম ইংরেজিতে দিন, এতে করে SEO তে এটি গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। সার্চে শো করতে সাহায্য করবে, অর্গানিক ট্রাফিক পাবেন।

প্রশ্ন – ০২:

ব্লগ বাংলাতে লিখলে সেটিং বাংলা/ইংরেজি করতে হবে এমন বাধ্যবাধকতা একদম নেই, আপনার সুবিধা। তবে ইংরেজি রাখলে হবে কারণ বাংলা করলে অনেক ক্ষেত্রে আপনার বুঝতে অসুবিধা হবে। যাই হোক এটা আপনার ইচ্ছে।

প্রশ্ন – ০৩:

ব্লগের নাম যেমন SEO এর জন্য গুরুত্বপূর্ণ তেমনি About Me পেইজও গুরুত্বপূর্ণ, আপনি গুগলকে আপনার ওয়েবসাইটের বিষয়বস্ত বুঝাতে ইংরেজিতে লিখুন। খেয়াল রাখবেন আপনার টার্গেট কিওয়ার্ড যেন থাকে।

ব্লগের পেজ গুলো ইংরেজিতে লিখলেই ভাল, কারন Privacy Policy, terms and conditions এই সমস্ত পেজ গুলো কিন্তু আপনি জেনারেট করে নেবেন এবং সেখানে ইংরেজিতেই করতে হবে। যেহেতু এই পেজ গুলো ইংরেজিতে করছেন সুতরাং বাকি পেজ গুলো ইংরেজিতেই রাখুন।

প্রশ্ন – ০৪:

এটার সাথে SEO বা সার্চ র‍্যাংকিং এর কোন সম্পর্ক নেই। আপনি যা ইচ্ছে দিতে পারেন।

আরেকটা প্রশ্ন করতে হয়তো ভুলে গিয়েছেন, ম্যানু গুলো কোন ভাষায় দেবেন? ম্যানু বারের ম্যানু গুলো অবশ্যই বাংলায় দিন।

বাংলাতেও এখন গুগল এডসেন্স পাওয়া যায়। আপনি দিতে পারেন। আরও আপনার ব্লগে ঢুকা যায় না। http to https এই অপশনটি অন করে দিন।