লিখে আয় করা যায় কোন সাইটে কেউ কি বলবেন

অনলাইন ইনকাম

লিখে আয় করার কয়েকটি লিংক দিন।


দেখা
3,441
উত্তর
8
4 বছর 2 মাস আগে

http://www.techtunes.io তে প্রযুক্তি কনটেন্ট লিখে আয় করা যায়।

    কিভাবে ?

    কিভাবে করবো বুঝিয়ে বলবেন?

      আপনার টেকটিউনস সংক্রান্ত প্রশ্ন, সমস্যা, জিজ্ঞাসা, সাহায্য, মতামত, পরামর্শের কথা টেকটিউনস ডেস্কে https://www.techtunes.io/desk জানান। টেকটিউনস ডেস্কে টেকটিউনস থেকে অফিসিয়াল সাপোর্ট দেওয়া হয়।

      টেকটিউনস ডেস্ক থেকে অফিসিয়াল সাপোর্ট পেতে আপনার সমস্যা, মতামত, পরামর্শের কথা বিস্তারিত ও স্পষ্ট করে লিখুন। সমস্যার সাথে প্রয়োজনীয় স্ক্রিনসট ও স্ক্রিনরেকর্ডিং যোগ করুন। প্রয়োজনীয় স্ক্রিনসট দ্রুত যোগ করতে ব্যবহার করুন Snaggy ও স্ক্রিনরেকর্ডিং দ্রুত যোগ করতে ব্যবহার করুন Record Screen

      আপনার সমস্যার স্ক্রিনসট ও স্ক্রিনরেকর্ডিং করে সরাসরি টেকটিউনস ডেস্ক এর কন্টেন্ট এ আপলোড করে যুক্ত করুন।

      টেকটিউনস ডেস্কে অবশ্যই বাংলায় লিখুন। বাংলা ছাড়া ইংরেজি বা অন্য কোন ভাষা, ইংরেজি হরফ দিয়ে বাংলা লেখা, বাংলিশ লেখা, বাংলা শব্দ বিকৃত করে লিখিত সমস্যা, মতামত, পরামর্শের সাপোর্ট টেকটিউনস ডেস্ক থেকে প্রদান করা হয় না এবং তা রিমুভ করা হয়।

      তাই টেকটিউনস সংক্রান্ত সমস্যা, মতামত, পরামর্শের কথা টেকটিউনস ডেস্ক https://www.techtunes.io/desk এ জানাতে ও টেকটিউনস থেকে অফিসিয়াল সাপোর্ট পেতে টেকটিউনস ডেস্কে অবশ্যই বিস্তারিত, প্রয়োজনীয় স্ক্রিনসট, স্ক্রিনরেকর্ডিং সহ বাংলায় লিখুন।

      ধন্যবাদ।

নিচের সাইট ভিজিট করে অনেক কাজ
করতে পারবেন

http://redx24.blogspot.com

1)https://www.blogger.com/about/?bpli=1
2)https://wordpress.com/
এই দুই সাইট থেকে লিখে + এড বসিয়ে আয় করতে পারবেন।

লিখে আয় করার জন্য অনেকগুলো সাইট রয়েছে যেমন ট্রিকবিডি অদৃশ্য লেখক ট্রিক ইত্যাদি তবে আমার সবথেকে ভালো লেগেছে টেকটিউনস প্ল্যাটফর্ম কে