ওয়েব ডিজাইন সেক্টরে অনলাইনে ইনকামের জন্য মার্কেটপ্লেসে কাজ করবো কিভাবে?

ফ্রিল্যান্সিং

আসসালামুয়ালাইকুম,

আমি একজন ওয়েব ডিজাইনার। আমার স্কিল গুলোর মধ্যে HTML, CSS (Advanced), Javascript (Basic), Bootstrap (Average)

অনলাইনে ইনকামের জন্য মার্কেটপ্লেসে কাজ শুরু করতে চাই। তাই একজন ভালো মানের Instructor এর খুবই প্রয়োজন। যদি কেউ আমাকে মার্কেটপ্লেস সম্পর্কে একটু সাহায্য করতেন কিংবা কোনভাবে কোন টিপস দিতেন খুব উপকৃত হবো। আর যদি কারো জানা মতে এরকম কোন পার্ট টাইম জব থাকে তাহলে আমাকে সাহায্য করলে কৃতজ্ঞ থাকবো।

ধন্যবাদ।


দেখা
1,200
উত্তর
1
4 বছর 3 মাস আগে

freelancer.com এ web design এর projectগুলোতে আপনি bid করতে পারেন আবার fiverr.com এও আপনি ওয়েব ডিজাইন সম্পর্কিত অন্যদের গিগগুলো দেখে সেই অনুযায়ী gig খুলতে পারেন । এসব ক্ষেত্রে নিজের portfolio সুন্দর করে সাজালে তা আপনার কাজ পেতে সহায়ক হবে।