আমি নতুন ফ্রিল্যান্সার বিড করে ইমপ্লয়ার সিকিউরিটি হিসাবে ১০০ ডলার সিকিউরিটি ফি চেয়েছে কাজ পেতে হলে কি সিকিউরিটি ফি প্রদান করতে হয়?

ফ্রিল্যান্সিং

আমি নতুন ফ্রিল্যান্সার বিড করে একটা টাইপিং কাজের অফার পেয়েছি, কিন্তু ইমপ্লয়ার সিকিউরিটি হিসাবে 100 ডলার সিকিউরিটি ফি চেয়েছে এবং তার অ্যাকাউন্ট নাম্বার প্রদান করেছে প্রশ্ন হলো কাজ পেতে হলে কি সিকিউরিটি ফি প্রদাণ করতে হয়? আর যদি সত্য হয় তাহলে আমি ফি প্রদান করবো?


দেখা
1,556
উত্তর
6
4 বছর 3 মাস আগে

এইটা সম্পূর্ণ প্রতারণা। ফ্রিল্যান্সিং এ কোনো সিকিউরিটি ফি চাওয়া হয়না। আপনার মোটেই এই ধরণের ফি প্রদান করা উচিৎ হবে না। আপনার কাজ যদি ঠিক ঠাক না হয় সেক্ষেত্রে বায়ার আপনার ফি রিলিজ নাও করতে পারে সে সার্ভিসটি মোটামুটি সব ফ্রিল্যান্সিং সাইটে চালু আছে। এক্ষেত্রে সিকিউরিটি কি বহাল থাকছে না? তাহলে ফি নিয়ে সিকিউরিটি কনফার্ম করা লাগবে? আমার মনে হয় আপনার কোনো প্রকার ফি প্রদান করা উচিৎ নয়।

    ভাই আপনি কি ফ্রিল্যান্সার? বিড করার পর কোন কাজ পেলে কিভাবে পাব? পেলে আমাকে কি করতে হবে? দয়া করে জানাবেন।

আমি ফ্রিল্যান্সিং করি না তবে ধারনা আছে এই ব্যাপারে। কাজ পাওয়ার ব্যাপারটি সব ওয়েবসাইটে এক না। একেক জায়গায় একেক রকম। যেমন ধরুন ফাইবারে, কাজ হয় অর্ডার করার মাধ্যমে। ঠিক সে সময় ফাইবার, বায়ারের ফি কেটে রাখে। আর একটা নতুন পেজে আপনি দেখতে পাবেন আপনাকে অর্ডার করা হয়েছে এবং আপনি কাজটি করছেন বা আপনার কাজের ডেডলাইন। এইভাবে কাজটি জমা দেয়া অব্দি পুরো প্রসেস আপনি দেখতে পাবেন। কাজ ভালো ভাবে বুঝিয়ে দিলে বায়ার আপনার পেমেন্ট রিলিজ করলেই আপনার একাউন্টে জমা হবে। ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে বা আপওয়ার্কে এই কাজটি হয় একটু ভিন্ন ভাবে। ইউটিউব এই সংক্রান্ত অনেক ভিডিও পেয়ে যাবেন। পুরো মেথডই দেখবেন কেউ না কেউ দিয়ে রেখেছে। ধন্যবাদ।

আরও একটু বলে রাখা ভালো শুধু বিড করলেই কাজ পেয়ে যাবেন ব্যাপারটা তা না। প্রফাইল ভালো ভাবে সেট করুন, বিড করার ধরন ভালোভাবে শিখুন। এট্রাকটিভ রিজিউম কিভাবে লেখা যায় এই ব্যাপারে ভালো করে দেখুন, শিখুন। ফ্রিল্যান্সিং এ কাজ পাওয়া বা করার ব্যাপারটা অনেক দীর্ঘ সময়ের ব্যাপার। তাই দ্রুত না করে একটু একটু করে শিখে তা কাজে লাগান।

পৃথিবীর কোন ভেলিড ফ্রিল্যান্স কাজ বা জবের জন্য এমপ্লয়ার আপনার কাছে টাকা চাইবে না। যদি চায় তবে তা পুরোটাই স্ক্যাম/প্রতারণা।

কোন মতেই টাকা দেওয়া যাবে না । আর ওই writting job টা scam যেটা অনেকদিন ধরেই freelancer.com এ দেখা যাচ্ছে । সত্যিকারের বায়ার হলে সে আপনার সাথে কাজের ব্যাপারে কথা বলবে।