অনলাইনে কি সত্যি ইনকাম করা যায়?



দেখা
2,948
উত্তর
6
4 বছর 6 মাস আগে

হা সত্যি আয় করা যায়।

33 Ways To Make Money With SEO

What Is SEO Career ?
একজন প্রফেশনাল SEO Expert হলেন যারা Search Engine এর উপর পুরোপুরি দক্ষ্য এবং প্রতিনিয়ত তিনি শিখেন । আর এই দক্ষ্য বা অভিজ্ঞতা হওইয়ার কারণেই তিনি একটা কোম্পানির মালিক হয়ে উঠেন। এবং বিভিন্ন প্রজেক্টের কাজ করে দেন।

How Do I Start A Career In SEO ?
SEO তে যদি আপনি Career হিসেবে নিতে চান তাহলে প্রথমেই আপনাকে SEO কাজ টা শিখতে হবে। আর এই কাজ শিখার জন্য আপনাকে SEO কিভাবে করতে হয় সেই বিষয় জানতে হবে এবং প্রচুর পরিমাণে Practice করতে হবে। আর Search Engine এর বিভিন্ন আলগরিদম সম্পর্কে ধারণা থাকতে হবে। সবসময় আপডেট থাকতে হবে Search Engine এর জন্য। নতুন অবস্থায় আপনি ফ্রি ওয়েবসাইট বানিয়ে প্র্যাক্টিস করতে পারেন। তাহলে আপনি যা শিখবেন তা বুঝতে পারবেন। এক্সপার্ট হওয়ার পর আপনি প্রফেশনালি কাজ করতে পারেন। এই SEO তে ভালো একটা ক্যারিয়ার তৈরি করতে পারেন।

Is SEO analyst a good job?
ডিজিটাল মার্কেটিং বা SEO অনেক বড় একটি সেক্টর। আপনি কাজ করার জন্য যে কোন দেশের প্রজেক্টের কাজ পাবেন। এই সেক্টরে প্রচুর চান্স রয়েছে ক্যারিয়ার তৈরি করার জন্য। বর্তমানে প্রচুর মানুষ এই ডিজিটাল মার্কেটিং এ কাজ করার জন্য কাজ শিখছে। ভালো মানের SEO Expert হলে কাজের কোন অভাব নেই। একজন SEO Expert এর ডিমান্ড অন্যান্য সেক্টর এর তুলনায় অনেক বেশি থাকে।

Does SEO have a future?
২০১২ সাল থেকে যারা কাজ করে আসছেন তাদের মধ্যেই অনেকেই বলেন SEO আর থাকবে না। এটা শেষ হয়ে যাবে। কিন্তু বছরের শেষের দিকে দেখা যায় SEO ‘র র‍্যাংকিং যেমন ছিলো ঠিক তেমনি রয়েছে। আসলে SEO হলো পরিবর্তনশীল। প্রতিনিয়ত Search Engine এর আপডেট আসার সাথে সাথেই SEO করার কৌশল বা টেকনিক পরিবর্তন করতে হয়। যদি আপনি আপডেট না থাকেন তাহলে কোনভাবেই SEO তে ভবিষ্যত তৈরি করতে পারবেন না।

Does SEO require coding?
আপনাকে SEO শিখার জন্য কোন ধরনের কোডিং শিখার প্রয়োজন হবে না। বর্তমানে প্রত্যেকটা ওয়েবসাইট WordPress এর সাহায্যেই তৈরি হয়ে থাকে। ভালো WordPress Customization শিখলে আপনি প্রফেশনালি একটা ওয়েবসাইট বানাতে পারবেন। WordPress এর মধ্যেই আপনি Theme Install করা থেকে সব কাজই করতে পারবেন। Free Theme দিয়েও আপনি ওয়েবসাইট বানাতে পারেন। কিন্তু আপনি অনেক ফিচার পাবেন না। অনেক ফিচার আনলক করা থাকে। এর জন্য আপনাকে ভালো Paid Theme নিয়ে কাজ করতে পারেন।
Source : https://www.itseosolution.org/2020/07/33-ways-to-make-money-with-seo.html

হুম করা যায়
আপনি চাইলে Picoworke, Repidworker সাইট এ করতে পারেন

হ্যাঁ অনলাইনে ইনকাম করা যায় ,আপনি অনলাইনে অনেক ভাবে ইনাকাম করতে পারবেন ।কিন্তু প্রশ্ন হল কোনটা সঠিক উপায় এবং কেন।এ নিয়ে যদি বলতে হয় আপনাকে তাহলে যেটা জিজ্ঞেস করব তার উত্তরটা ভাবুন ।যদি বলি আপনি কিছু কিছু টাকা ইনকাম করতে চান প্রতি মাসে ১০০ -৫০০ টাকা ,নাকি ভালো ভালো টাকা ইনকাম করতে চান যেখানে আপনি কয়েক হাজার প্রতি মাসে ইনকাম করতে চান ,যদি আপনার উত্তর প্রথমটি হয় তাহলে বলব অনলাইন দুনিয়ায় আপনি খুব বেশি দিন টাকা ইনকাম করতে পারবেন না উল্টে অনেক জালিয়াতির স্বীকার হবেন কিন্তু যদি আপনি বেশি টাকার কথা ভাবেন তার জন্য অনেক বিশ্বস্ত উপায় রয়েছে ।আপনি যদি আজ শুরু করেন খুব তাড়াতাড়ি আপনি ভালো ইনকাম করতে পারবেন ।

হ্যা, করা যায়।

হ্যাঁ যায় আপনি চাইলে টেকটিউনস ওয়েবসাইটটিতে ব্লগ লিখে আয় করতে পারবেন