ওয়ার্ডপ্রেস নাকি ব্লগার WordPress Vs Blogger


ওয়ার্ডপ্রেস VS ব্লগার কোনটি ভালো? প্রশ্নটি নিয়ে অনেকেই কন্ফিউশনে আছে, বর্তমানে অনলাইনে ওয়ার্ডপ্রেস এবং ব্লগারে সবচেয়ে বেশি জনপ্রিয় ওয়েবসাইট বিল্ডার। এবং ওয়ার্ডপ্রেস এবং ব্লগার দুইটিই সম্পূর্ণ ভিন্ন ধরনের ওয়েবসাইট। কোনোটির সঙ্গে কোনোটির মিল নেই। একেকটাতে একেকরকম ফিউচার আছে, ওয়ার্ডপ্রেসে এটা আছে তো ব্লগারে নেই, ব্লগারে এটা আছে তো ওয়ার্ডপ্রেসে নেই।


দেখা
1,306
উত্তর
3
4 বছর 7 মাস আগে

wordpress এ আপনি নিজের সুবিধা মতো ওয়েব সাজাতে পারবেন। কিন্তু ব্লগার শুধু ব্লগিং এর জন্য।
দুই ক্ষেত্রে দুইটা ভালো।