অনলাইনে নিজের টাকা নিরাপদে রাখবেন কীভাবে?

অনলাইন ব্যাংকিং

জনসমাগমের জায়গায় করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি বেশি থাকে। এর মধ্যে ব্যাংক অন্যতম অবস্থায়, ব্যাংকে না গিয়ে বাসায় বসে ইন্টারনেট এবং মোবাইল ব্যাংকিং করতে গ্রাহকদের উৎসাহিত করছে ব্যাংকগুলো। অনলাইন ব্যাংকিং যখন বাড়ছে তখন অনলাইনে নানা ধরনের প্রতারণার ফাঁদ তৈরি করছে প্রতারকরা। ইন্টারনেটে কিম্বা অনলাইনে আপনি কিভাবে নিজেকে নিরাপদ রাখবেন? আপনার টাকা অন্য কেউ যেন হাতিয়ে নিতে না পারে সেজন্য আপনি কি করবেন?

আপনার যা করণীয়
একাউন্টের নিরাপত্তার জন্য আপনাকে কঠিন একটি পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। অনলাইনে আপনার অ্যাকাউন্টের নিরাপত্তা রাখার জন্য কঠিন পাসওয়ার্ড এর কোন বিকল্প নেই। যাতে কেউ ধারণা করতে না পারে যে আপনার পাসওয়ার্ড কি হতে পারে। পাসওয়ার্ড হতে হবে  ন্যূনতম ৬ অংকের। একটি পাসওয়ার্ড একটির বেশি একাউন্টে ব্যবহার করবেন না। পুরানো পাসওয়ার্ড আর কখনো অন্য কোথাও ব্যবহার করবেন না।

মোবাইল এসএমএস ও ইমেইল নোটিফিকেশন আজকাল যেকোনো ব্যাংকের অ্যাকাউন্ট থেকে লেনদেন সম্পন্ন করলেই আপনার মোবাইলে কিংবা ইমেইলে আসে। সেজন্য আপনি ইমেইল এবং মোবাইল নোটিফিকেশন সবসময় চালু করে রাখবেন যাতে করে আপনি আপনার একাউন্টে কোন টাকা জমা হলে কিম্বা একাউন্টে কোন টাকা বেরিয়ে গেলে কিম্বা কোন টাকা উত্তোলন করা হলে সেটি যাতে আপনার মোবাইলে এসএমএস আসে অথবা একটি ইমেইলে আসে  তাতে করে আপনি বুঝতে পারবেন আপনার অ্যাকাউন্ট থেকে কোন টাকা বেরিয়েছে না টাকা অ্যাকাউন্টে ঢুকেছে। এ বিষয়ে নিশ্চিত হতে পারবেন তাৎক্ষণিকভাবে।

অনলাইনে নিজের টাকা নিরাপদে রাখবেন কীভাবে?


দেখা
1,470
উত্তর
1
4 বছর 7 মাস আগে

এখন বিকাশ অনেক নিরাপদ আপনি চাইলে বিকাশে আপনার টাকা রাখতে পারেন তবে একটি শক্তিশালী পিন সেট করতে হবে