কিভাবে আইফোন ৬ আইওএস ভার্সনে পিক আর্ট প্রো এবং কিং মাস্টার প্রো ইনস্টল করব?


আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে! আইফোন এক্সপার্ট সাহায্য করুন আমার ফোনে পিক্সআর্ট প্রো এবং কিং মাস্টার প্রো সফটওয়্যার দুটি ইনস্টল করা প্রয়োজন। আমি এর আগে হুয়াই অ্যান্ড্রয়েড ফোন দিয়ে এই সফটওয়্যার দুটি ব্যবহার করতাম। বর্তমানে আইফোন সিক্স আই এস ও ১২ ভার্সন ব্যবহার করছি। প্রায় তিন দিন ধরে সফটওয়্যার দুটি আমার আইফোন এ ইনস্টল করার জন্য চেষ্টা করছি। কোন ভাবে ইন্সটল করতে পারছি না। কিভাবে আইফোন ৬ আইওএস ভার্সনে পিক আর্ট প্রো এবং কিং মাস্টার প্রো ইনস্টল করব? পরামর্শ দিয়ে সাহায্য করলে আমি কৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ!


দেখা
1,347
উত্তর
উত্তর দিন
4 বছর 7 মাস আগে