আমার ফেসবুক আইডি ফেরত আনতে চাই


আসসালামুয়ালাইকুম

ভাইয়া আমার একটি ফেসবুক আইডি  আমার এক ফ্রেন্ডএর মোবাইলে লগইন করা ছিল। সে আমার আইডির পাসওয়ার্ড জানত। অ আমার আইডিটা এখন নিজে ব্যবহার করছে। আমার ইমেইল, পাসওয়ার্ড, নাম সকল কিছু পরিবর্তন করে নিয়েছে। যে মোবাইল নাম্বার দেওয়ে ছিল সেটাও বদলে ফেলেছে। আমি কি কোন ভাবে আইডিটি ফেরত পেতে পারি?

আমাকে দয়াকরে জানাবেন৷ আল্লাহ হাফেজ


দেখা
2,709
উত্তর
5
4 বছর 8 মাস আগে
Level 2

আপনি ফেইসবুক করতিপক্ষকে চুরির ব্যাপারটা রিপোর্ট করে দেখতে পারেন
এইজন্য আপনার চুরি যাওয়া অ্যাকাউন্টের প্রোফাইলে যান।
যদি আপনি এটি খুঁজে না পান তবে প্রোফাইলে ব্যবহৃত নামটি অনুসন্ধান করার চেষ্টা করুন বা আপনার বন্ধুরা যদি আপনাকে এটিতে একটি লিঙ্ক প্রেরণ করতে পারে তবে জিজ্ঞাসা করুন।
তারপর কভার ছবির … নীচে ক্লিক করুন।
জাল অ্যাকাউন্টগুলির প্রতিবেদন দাখিলের জন্য অন-স্ক্রীন নির্দেশাবলী অনুসরণ করুন।

You should report the theft to the Facebook authorities, so
go to your stolen account profile. You can see also SSC Result 2020. Thanks for sharing this valuable information

এটা কোনভাবেই সম্ভব না।
যদি আপনার মোবাইল নম্বর কিংবা জিমেইল আইডি একটিভ থাকে তাহলে আপনি জিমেইল আইডি অথবা মোবাইল নম্বরের মাধ্যমে আপনার কাঙ্খিত ফেসবুক আইডি ফিরে পেতে পারেন অন্যথায় ফিরে পাওয়া সম্ভব নয়।
আপনি চাইলে ফেসবুক অথরিটিকে রিপোর্ট করার মাধ্যমে আপনার ওই আইডিটি বন্ধ করে দিতে পারেন।
আশাকরি আপনার কাঙ্খিত প্রশ্নের প্রদানে সক্ষম হয়েছে।
ধন্যবাদ টেকটিউনের সাথেই থাকবেন।