১০ দিনের ছুটিতে ফটোশপ এর মাস্টার হওয়া কি সম্ভব?

ফটোশপ

১০ দিনের ছুটিতে ফটোশপ এর মাস্টার হওয়া কি সম্ভব? কি দিয়ে শুরু করবো বুজতে পারছি না। কেউ যদি একটু গাইডলাইন টা দিতেন খুব ভালো হতো। ইউটিউবে অত বেশি গাইডলাইন কনফিউজড করে দেই।


দেখা
1,807
উত্তর
2
4 বছর 9 মাস আগে

১০ দিনে ফটোশপে মাস্টার হওয়া সম্ভব না। গ্রাফিক ডিজাইন অনেক কিছুর উপর নির্ভর করে। আপনার এক্সপিরিয়েন্স, শেখার যোগ্যতা, অধ্যাবসায় ইত্যাদি এর উপর।

১০ দিনে আপনি ফটোশপ এর বেসিক বিষয়গুলো শিখতে পারেন। টেকটিউনসে ফটোশপ লিখে সার্চ দিন প্রচুর বাংলা রিটেন টিউন, প্রচুর ভিডিও টিউন ও চেইন টিউন রয়েছে। আপনি সেগুলো ভালো করে ফলো করলে শিখতে পারবেন বলে আশা করি।

আর শিখে শিখে যদি আপনি টেকটিউনসে টিউন প্রকাশ করেন তাহলে আপনার শিখাটা স্থায়ী হবে অনেক বেশি। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যা শিখি তা ইম্প্লেমেন্ট করিনা আর তার জন্যই আমরা দ্রুত শিখতে পারি না এবং পরবর্তীতে তা কাজে লাগে না।

আর তাই নিজে শেখার পাশাপাশি শিখা টুকু শেয়ার করুন।

dhonnobad