কিভাবে ইএনসি ফাইল পুনরায় ইমেইজ ফাইলে কনভার্ট করতে পারব?

কম্পিউটার

আমার ইমেইজ ফাইল ইএনসি ফাইলে কনভার্ট হয়ে গিয়াছে আমি কিভাবে পুনরায় এই ইএনসি ফাইলটিকে ইমেইজ ফাইলে কনভার্ট করতে পারব?


দেখা
992
উত্তর
6
4 বছর 9 মাস আগে

.enc ফাইল ইমেইজের কোন ফরমেটে কনভার্ট করতে চাচ্ছেন? jpg, png না অন্য কোন ফরমেটে?

jpg তে ভাই।

    enc একটি এন্ক্রিপটেড ফাইল ফরমেট আপনি যে টুল দিয়ে তা এন্ক্রিপট করেছেন সে টুল দিয়েই এটি খুলতে হবে। আপনি সরাসরি enc কে jpg তে কনভার্ট করতে পারবেন না। enc আগে pdf এ কনভার্ট করুন এরপর pdf থেকে jpg.

ব্যপারটি বুঝতে পারিনি বা মনে হয় আমি ও বুঝিয়ে বলতে পারিনি, আমি একটু বুঝিয়ে বলি, গত ০১মার্চ আমার হুয়াওয়ে জিআরফাইভ ২০১৭ মডেলের মোবাইলের ডেটা হাইস্যুট সফটওয়্যারের মাধ্যমে পিসিতে ব্যকআপ করার পর দেখি আমার মোবাইলে তোলা সব ছবি গুলো ইএনসি ফাইলে কনভার্ট হয়ে গিয়েছে। আমি আমার মোবাইলে তোলা ছবিগুলো পিসিতে ব্যাকআপ করার সময় ইএনসি ফাইলে কনভার্ট করিনি। এগুলো কিভাবে কনভার্ট হয়েছে বলতে পারছি না। এখন আপনার দেয়া নির্দেশনায় ইএনসি ফাইলকে পিডিএফ ফাইলে কনভার্ট করে সেই পিডিএফ ফাইলকে পুনরায় জেপিজি ফাইলে কনভার্ট করব কিন্তু ইএনসি ফাইল কে কিভাবে পিডিএফ ফাইলে কনভার্ট করব সেই দিক নির্দেশনা চাচ্ছি। ধন্যবাদ।

    আপনার ইএনসি ফাইলগুলো কোন ডিভাইসে কিভাবে আছে তার স্ক্রিনশট দিন। স্ক্রিনশট আপলোড করে শেয়ার
    করতে https://snipboard.io/ ব্যবহার করুন।

চেষ্টা করেছি কিন্তু স্ক্রিনশট আপলোড করতে পারছি না যদি সম্ভব হয় আপনার মেইল আইডিটি শেয়ার করলে আমি আপনাকে ইএনসি ফাইল গুলোর স্যাম্পল পাঠিয়ে দিব।