ভাই অনেক অনেক ধন্যবাদ, আমি জানেত চাই আমার সাইটে Total Sites Linking In Only 4 দেখায়। এটাই কি ব্যাকলিংক। নাকি অন্য কিছু। আবার প্রকাশ থাকে আমি বিভিন্ন উপায়ে বেশ কিছু ব্যাকলিংক তৈরী করেছি। এক কথায় বলি আমি একজনকে দিয়ে ৩০টি ব্যাকলিংক করে নিয়েছি। সে সেগুলোর লিংকও দিয়েছে। সেখানে আমার ওয়েব সাইটের নাম দেখা যায় এবং ক্লিক করলে আমার সাইটে আছে। তবে সেগুলো কি? যদি কেউ একটু উত্তর দিতেন তবে চির কৃতজ্ঞ থাকবো।
নিজের ওয়েবসাইটে লিংক দিলে ওটা ব্যাকলিংক হয়না। অন্যের ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটে রেফার করাকে ব্যাকলিংক বলা হয়। “এক কথায় বলি আমি একজনকে দিয়ে ৩০টি ব্যাকলিংক করে নিয়েছি। সে সেগুলোর লিংকও দিয়েছে। সেখানে আমার ওয়েব সাইটের নাম দেখা যায় এবং ক্লিক করলে আমার সাইটে আছে। তবে সেগুলো কি? ” এগুলোই হল ব্যাকলিংক।
নিজের ওয়েবসাইটে লিংক দিলে ওটা ব্যাকলিংক হয়না। অন্যের ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটে রেফার করাকে ব্যাকলিংক বলা হয়। এগুলোই হল ব্যাকলিংক।
উদাহরণ : বাংলা শিক্ষা ডট কম বাংলা কবিতা , গল্প ও জোকস এর ওয়েবসাইট। এখানে বাংলা শিক্ষা ডট কম ( https://banglashikha.com/ ) লিংক তা হলো ব্যাকলিংক।