Adsense এ কিভাবে অনুমোদন পেতে পারি?

অ্যাডসেন্স

আমার ওয়েব সাইট এ Adsense এ কিভাবে অনুমোদন পেতে পারি?


দেখা
948
উত্তর
2
4 বছর 10 মাস আগে

সাইটে ইউনিক পোস্ট দিতে থাকুন। ভিজিটর এট্রাক্ট করতে থাকুন। প্রাইভেসি পলিসি, এবাউট আস এবং কন্টাক্ট ফরম ঠিকঠাক করুন। তারপর এডসেন্স এপ্লাই করুন। সবকিছু ঠিক থাকলে পেয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমাদের সাইটে আমরা এভাবেই এডসেন্স পেয়েছি। ধন্যবাদ।

অ্যাডসেন্স পাওয়ার চেয়ে টিকিয়ে রাখাঁ কস্টকর। মিনিমান ডেইলি ১০০০ ভিজিটর না হলে অ্যাডসেন্স অ্যাপলাই করবেন না । কম ভিসিটরে অ্যাডসেন্স আপ্পলাই করলে পাবেন বাট আশে পাশের বন্ধুদের হিংসার স্বীকার হলে হারাবেন ।