ল্যাপটপ অফ করার পরেও চার্জ নেয়, সমাধান কী?

ল্যাপটপ

অনেক দিন যাবত আমার ল্যাপটপ অফ করার পরেও চার্জ টানে। এক পর্যায়ে ব্যটারি লো হয়ে সম্পুর্ন চার্জ চলে যায়। মনে করেছিলাম উইন্ডোজ সমস্যা। তাই রিপ্লেস করেও দেখেছি। কিন্তু সমস্যার সমাধান পাইনি। এখন আমি এই সমস্যা থেকে মুক্তি পেতে কি করতে পারি? অগ্রিম ধন্যবাদ।


দেখা
1,349
উত্তর
3
4 বছর 9 মাস আগে

আমি উইন্ডোজ ১০ ব্যবহার করি।

Charger khole rakhun .. charge r nibe na

মনে হয় আপনার ল্যাপটপটা ঠিক ভাবে শাট ডাউন নিচ্ছে না। হিবারেন্টেড মোড বা স্লিপিং মোডে যাচ্ছে। প্রথম অবস্থায় একদিন বন্ধ করার পরে ব্যাটারি খুলে আবার লাগিয়ে নিন।তারপর আর শার্টার খুলবেন না। সেভাবেই রেখে দিন দেখেন আগের মত চার্জ কমে নাকি। যদি না কমে তবে Power and sleep এ গিয়ে চেক করে নিন বা অভিজ্ঞ কাউকে দেখান