আমার ছোট ভাই তার মোবাইল রিসেট দিয়েছে। সে জিমেইল এর পাসওয়ার্ড ভুলে গেছে। লাস্ট পাসওয়ার্ড ও সিকিউরিটি কোশ্চেন মনে নাই। কিভাবে পাসওয়ার্ড রিকভার করব দয়া করে জানাবেন। মোবাইল এ কোড আসে। কোড দেয়ার পর একটা ইমেল এড্রেস চায়। সেটা দেয়ার পর ইমেইল এ কোড যায়। কোড দেয়ার পর "This email account couldn't belong to you? এই লেখা আসে। দয়া করে সাহায্য করবেন। খুবই জরুরি।
আপনার জিমেইল একাউন্ট এ যদি ফোন নাম্বার এড করা থাকে, তাহলে রিকবারি করতে পারবেন খুব সহজে। আর ফোন নাম্বার দিয়ে সেটা রিকবারি করা যায়। সকল কিছু জানতে হলে আপনি আমার এই ওয়েবসাইট টিতে দেখে নিতে পারেন।
https://www.mrdeluofficial.com