ব্যাক লিঙ্ক করাতে চাই আমার ওয়েবসাইটের

এসইও

ব্যাক লিঙ্ক করাতে চাই আমার ওয়েবসাইটের eduiconbd.com, দয়া করে সাহায্য করবেন কীভাবে খুব সহজে আমি আমার ওয়েবসাইটের ব্যাক লিঙ্ক করাতে পারবো। আমি এ বিষয়ে বেশ অজ্ঞ।


দেখা
1,419
উত্তর
5
4 বছর 11 মাস আগে

Contact with me.01785923784

ভালো এস ই ও এক্সপার্ট এর সাহায্য নিন

ব্যাকলিংক মানে হলো আপনার ওয়েব সাইটের লিংক যে কোনো একটি কন্টেন্টের পেচনে সেট করে তাকে সোস্যাল মিডিযার মাধ্যমে প্রচার করতে হবেেএভাবে যত বেশী করবেন তত বেশী আপনার ওয়েব সাইটের বিউ বাড়বে। ফেসবুক কমেন্টে, ইউটিউব কমেন্টে,টুইটার টুইটে। ইত্যাদির মাধ্যমে প্রচার করতে পারেন।

আপনাকে নিজের ওয়েব সাইটের ব্যাকলিংক পেতে হলে আগে অন্যকে দিন। তাহলে তিনিও আপনাকে ব্যাকলিংক দেওয়ার অনেকটাই সম্ভাবনা থাকবে। আর সেই ব্যাংলিংক গুলো হবে আপনার জন্য উপকারের। যেমন আপনি ইচ্ছা করলে বাংলাদেশের সেরা দশটি ব্লগিং সাইট নিয়ে একটা পোষ্ট করতে পারেন। আর সেখানে তাদের ওয়েব সাইটের ঠিকানা তাদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে পারেন। আর তাদের সম্পর্কে জানার জন্য তাদের ওয়েব সাইটের about সেকশনে গিয়ে জেনে নিন। এই কাজটি করলে তারাও তাদের সাইটে আপনার ওয়েব সাইট সম্পর্কে লিখবে এবং আপনাকে ব্যাকলিংক দিবে। আশা করি উপকৃত হবে।

আপনার ওয়েবসাইট রিলেটেড সাইটে কন্টেন্ট তৈরি করুন। ঐগুলো পোস্ট করুন। আর সৈজন্য হিসাবে ওয়েবসাইটের লিংক দিন। এভাবে ব্যাকলিংক করতে পারবেন।