KODG ভাইরাস কি এবং কিভাবে এই ভাইরাসে আক্রান্ত ফাইল ফিরে পাওয়া যায়?

কম্পিউটার ভাইরাস

কিছুদিন আগে KODG ভাইরাস নামে নতুন এই ভাইরাস আমার পিসির সকল ডকুমেন্ট ইনক্রিপ্ট করে দিয়েছে। ইউটিইব এবং গুগলে সার্চ করে এর সঠিক সমাধান পাচ্ছি না। এন্টিভািইরাস দিয়ে ভাইরাস রিমুভ করেছি। কিন্তু ইনক্রিপ্ট হয়ে যাওয়া ফাইল  পূর্বের ফরম্যাটে ফিরিয়ে নিতে পারছি না। এখন আমার করনীয় কি এবং আমি আমার পিসির ইনক্রিপ্ট হয়ে যাওয়া ফাইল কিভাবে ফিরে পাব?


দেখা
1,468
উত্তর
উত্তর দিন
5 বছর 1 মাস আগে