ইলাস্ট্রেটরে বাংলা লিখা যাচ্ছে না, ফন্ট পরিবতন করে লিখেতে ‘ক’ চাপ দিলে ‘ল’ আসে, ঠিক করবো কিভাবে?

ইলাস্ট্রেটর বাংলা কম্পিউটিং

আমার ইলেস্ট্রাটরে বাংলা লিখা যাচ্ছে না। ফন্ট পরিবতন করে লিখেতে 'ক' চাপ দিলে 'ল' আসে। সমাধান প্রয়োজন।


দেখা
1,562
উত্তর
2
5 বছর 1 মাস আগে

টেকটিউনস জ্যাকেটে সাহায্যের জন্য সবসময় বিস্তারিত লিখুন। সফটওয়্যারের ক্ষেত্রে সফটওয়্যারের ভার্সন, অপারেটিং সিস্টেমের ভার্সন ইত্যাদি বিস্তারিত লিখুন। সফটওয়্যার সংক্রান্ত সমস্যা সমাধান দেবার জন্য এটি জানা খুবই প্রয়োজন আপনার ব্যবহার করা সফটওয়্যারের ভার্সন, অপারেটিং সিস্টেম ইত্যাদি। কারণ প্রতিটি সফটওয়্যারের বিভিন্ন ভার্সনে বিভিন্ন অপশনের পার্থক্য থাকে, সেই সাথে এক এক অপারেটিং সিস্টেমে এক এক সফটওয়্যারের বিহেবিওর ও সেটিংসেও পার্থক্য থাকে।

আপনার সমস্যা সমাধানে সাহায্যের জন্য নিচের প্রশ্ন গুলোর উত্তর দিন।

  1. আপনি বাংলা লিখতে কোন সফটওয়্যার ব্যবহার করছেন এবং কোন ভার্সন?
  2. আপনি ইলাস্ট্রেটর এর কোন ভার্সন ব্যবহার করছেন?
  3. আপনি কোন অপারেটিং সিস্টেমের কোন ভার্সন ব্যবহার করছেন?

প্রিয় রাসেল কবির,আপনি ইলেস্ট্রাটরে বাংলা লিখার জন্য যদি বিজয় সফটওয়্যার ব্যবহার করে থাকেন, তাহলে বিজয় সফটওয়্যার এর আইকনে রাইট ক্লিক করে – (Bijoy Classic) বাটনে ক্লিক করুন। তারপর ইলেস্ট্রাটরে টাইপ টুল ক্লিক করে যে কোন একটি বাংলা ফন্ট সিলেক্ট করুন, তারপর টাইপ করতে শুরু করুন। যদি তারপরও সমস্যার সমাধান না হয়, তাহলে আপনার কি-বোর্ডের (Ctrl+Alt+B) ক্লিক করুন। আসা করি আপনার সমস্যা সমাধান হয়ে যাবে।