আমাদের নিত্যদিনের মোবাইলফোন ব্যবহারে প্রায় সময় বিভিন্ন থার্ড-পার্টি-এপের হস্তক্ষেপে ফোন অফ হয়ে আর ওপেন হয়না, আর হলেও তা লোগোতে/স্টার্টিং স্ক্রিনে হ্যাং হয়ে যায়। এরজন্য আমরা বিভিন্ন ধরনের উপায় অবলম্বন করি। ব্যাটারি খুলে নতুন করে ওপেন করে বারবার ওপেন করলেও তা ওপেন হতে চায়না। তখন করণীয় কী?
ফোনের বুট রিকভারি ফ্ল্যাশ করুন। এটি করলে সমস্যা ঠিক হয়ে যাবার কথা। যদি না হয় তবে ফোন স্টক রমে ফ্ল্যাশ করুন।
আপনার যদি নিজের ফোন ফ্ল্যাশ সম্বন্ধে ধারণা না থাকে বা অভিজ্ঞতা না থাকে তবে টেকটিউনসে ফোন ফ্ল্যাশ নিয়ে অনেক টিউন আছে, সার্চ করুন ও সেখান থেকে শিখে নিন।
তবে মনে রাখবেন ফোন ফ্ল্যাশিং “স্মার্টফোন ডেভেলোপমেন্ট” এর একটি বিষয়। আপনার যদি ফোন ফ্ল্যাশিং সম্বন্ধে সঠিক অভিজ্ঞতা না থাকে তবে আপনার ফোন ব্রিক হয়ে যেতে পারে। সেক্ষেত্রে ফোন ফ্ল্যাশিং এর সকল কাজ নিজ দ্বায়িত্বে করবেন।