আমার ব্লগ সাইটে লগো সেটআপ সমস্যা

ওয়েব সার্ভিস

আমি সঠিক সাইজের লগো সেটআপ করতে পারছি না। Template এর সাথে যে লগো ছিল তা সঠিক ভাবে এবং সঠিক সাইজেই সেটআপ করা ছিল। কিন্ত আমি তা করতে পারছি না। এখন এটা কিভাবে করব?যাতে সঠিক সাইজে তা সেটআপ হয়?

Pic দেখুন-

 

এখন যে রকম ছোট হয়ে ওইটা আছে আগে তেমন ছিল না। আগে তা সঠিক সাইজে  ছিল।


দেখা
676
উত্তর
2
5 বছর 2 মাস আগে

আপনার ট্যাম্প্লেটের সাথে যে মূল লগো আছে সেটি কোন ইমেইজ এডিটর যেমন ফটোশপ বা গিম্প দিয়ে ওপেন করুন। লক্ষ করুন আপনার ট্যাম্প্লেটের সাথে যে মূল লগো আছে সেটির উইথ এবং হাইট কত। লগোর উইথ এবং হাইট যেন পরিবর্তন না হয় সেদিকে খেয়াল রাখুন। এবার ফটোশপে এডিট করে আপনার নতুন লগো টি সঠিক ভাবে ইনসার্ট ও রিসাইজ করুন এবং সেইম ইমেইজ ফরমেট এবং ফাইল নেম এ সেভ করুন। তাহলেই হবে।

ধন্যবাদ