কিভাবে আমার WALTON PreLude R1 ল্যাপটপে উইন্ডোস ৭ সেটাপ করবো?

উইন্ডোস ৭ ল্যাপটপ

আমার ল্যাপটপটি হচ্ছে WALTON PreLude R1 মডেলের। সমস্যা হচ্ছে উইনডোজ সেটাপ দেয়ার জন্য Walto Service Point এ যেতে হয়। সেটাপ দেওয়ার পরে যদি নেট কানেকশন দেয় তবে অনেক ধরনের সমস্যা হয় (ওয়ালপেপার, বাইটনেস ইত্যাদি)। আর Windows 10 ছাড়া নাকি অন্য কোন windows চলবে না। খুব মুশকিলে আছি। কোন কিছু বুঝতে পারতেছিনা।

এর কোন সমাধান যদি পেতাম তবে আমার অনেক অনেক উপকার হতো।


দেখা
18,706
উত্তর
11

১. আপনি কোন ভার্সনের উইন্ডোস চালাতে চাচ্ছেন?
২. আপনি নিজে উইন্ডোস সেটআপ দিতে গেলে কি সমস্যা হচ্ছে?

    আমি উইনডোজ ৭ দিতে চাচ্ছি কিন্ত তা নিচ্ছে না।উইনডোজ ১০ ছাড়া অন্য কোন উইনডোজ দিলে তা লোড হইনা।

      ১. আপনার উইন্ডোস ১০ ইন্সটল করতে সাপোর্ট সেন্টার এ যেতে হচ্ছে কেন? আপনি নিজে দিতে পারছেন না কেন?
      ২. আপনি কোন মডেলটি ব্যবহার করছেন মডেল নাম্বারটি দিন।
      ৩. আপনি উইন্ডোস ৭ ই কেন প্রয়োজন? উইন্ডোস ১০ এর সাথে পরিচিত নয় এর জন্য নাকি আপনার বিশেষ কোন সফঢওয়্যার বা বিশেষ কাজে প্রয়োজন। বিস্তারিত জানান।

Windows 10 ছাড়া অন্য কোন Windows সেটাপ দিতে পারছিনা এজন্য Windows 7 এর কথা বললাম । আমিতো Windows 10 নিজে নিজে দিতে কিন্ত অন্য কোন Windows দিতে হলে সেটা পারিনা।

আমার ল্যাপটপ মডেল হচ্ছে Walton Prelude R1

    Walton Prelude R1 হচ্ছে আপনার প্রোডাক্টির নাম। মডেল নাম্বার WPR14N… দিয়ে শুরু।

আচ্ছা তো এখন আমি কি করতে পারি।

    আপনার Walton Prelude R1 এর সঠিক মডেল নম্বরটি দিন।

প্রথমত Walton Prelude R1 ল্যাপটপ গুলোতে Intel Apollo Processor ব্যবহার করা হয়েছে। যা Intel Celeron সিরিজের খুবই Cheap মানের প্রোসেসর। তবে Intel Apollo Processor এর জন্য Intel এর অফিসিয়াল সাইটে Windows 7 এর জন্য প্রয়োজনীয় ড্রাউভার রয়েছে। তাই বলা যায় Walton Prelude R1 ল্যাপটপ গুলো Windows 7 সাপোর্ট করার কথা।

তবে মনে রাখবেন মাইক্রোসফট আর ৩ মাস Windows 7 এর অফিসিয়াল সাপোর্ট দিবে। আসছে ১৪ জানুয়ারি ২০২০ থেকে মাইক্রোসফট অফিসিয়ালি আর Windows 7 এর সাপোর্ট দিবে না https://techtun.es/geojgi এর অর্থ ১৪ জানুয়ারি ২০২০ এর পর থেকে আপনি একটি Dead অপারেটিং সিস্টেম ব্যবহার করবেন। সাধারণ ব্যবহারকারি হিসেবে সমস্যা নেই কিন্তু Long Run এর কথা বিবেচনা করলে এবং Power User হিসেবে Dead অপারেটিং সিস্টেম ব্যবহার করা একদম উচিত নয়। কারণ তা আপনাকে নতুন নতুন থ্রেড গুলো থেকে সুরক্ষা দিবে না।

আপনার ল্যাপটপে Windows 7 ইন্সটল না হওয়ার কয়েকটি কারণ হতে পারে।

  • ১. আপনার Windows 7 ISO ইমেজটি করাপ্টেড হতে পারে। আপনি যদি পেনড্রাইভের মাধ্যমে Windows 7 ইন্সটল করে থাকেন তবে আপনার Windows 7 ISO ইমেজটি সেখান থেকে ডাউনলোড করেছেন বা যদি বাজারে কেনা কোন সিডি থেকে ইন্সটল করেন তবে চেক করুন আপনার Windows 7 ISO ইমেজটি বা সিডিটি করাপ্টেড কিনা। Windows 7 ISO ডাউনলোডের পর তার MD5 Hash অবশ্যই Check করুন। সিডি থেকে Windows ইন্সটল না করারই ভালো। কারণ বাজাের সিডি গুলোতে ভাইরাস, ম্যালওয়্যার, হিডেন ব্যাকডোর থাকে। আপনি টেকটিউনস এ সার্চ করলেই পেয়ে যাবেন কিভাবে অফিসিয়াল Windows 7 ISO ডাউনলোড করে পেনড্রাউভ দিয়ে বুটএবল করবেন।
  • ২. আপনার বায়োস সেটিং এর কারণে। আপনি আপনার বায়োসের ধরন অনুযায়ী নিশ্চিত হোন যে আপনার বায়োসের “Secure Boot” অফ করা এবং “CSM” Enable করা আছে বা “Legacy BIOS” Enable করা আছে। সেই সাথে আপনি অন্য বুটএবল করার সফটওয়্যার নয়, YUMI https://techtun.es/4FtvxV ব্যবহার করে Windows 7 ISO পেনড্রাইভে বুটএবল করুন। এতে আপনার সমাধান হয়ে যাবার কথা।
  • ৩. Windows 7 এর জন্য প্রয়োজনীয় ড্রাইভার, আপনার ল্যাপটপের USB 3 পোর্ট বা চিপসেট এ সাপোর্ট করে না। এ ক্ষেত্রে আপনাকে Intel Utility ব্যবহার করে Windows 7 এর USB 3 ড্রাইভার Windows 7 ISO তে Inject করতে হবে। এর ফলে আপনার ল্যাপটপের USB 3 পোর্ট Windows 7 বুট করতে পারবে। এছাড়া আপনি আপনার বায়োসে ঢুকে দেখতে পারেন USB 3 Disable করার কোন অপশন রয়েছে কিনা। যদি থাকে তবে USB 3 Disable করে দেখতে পারেন কাজ হয় কিনা। তবে আপনি যদি Windows 7 Install করার পর দেখেন আপনার গ্রাফিক্স, ল্যান ও অনন্য ড্রাইভার করা করছে না। তবে বুঝতে হবে আপনার ল্যাপটপের জন্য Intel প্রয়োজনীয় গ্রাফিক্স বা অনন্যা ড্রাইভারের সাপোর্ট নেই আর তাই আপনি Windows 7 আপনার ল্যাটপে ব্যবহার করতে পারবেন না।
  • ৪. আপনার প্রোসেসর ও মাদার বোর্ড Windows 7 একবারেই সাপোর্ট করে না। কারণ মাইক্রোসফট অলরেডি ম্যানুফেক্চারিং কোম্পানিগুলোর সাতে চুক্তি করছে যে নতুন প্রজন্মের ল্যাপট ও কম্পিউটার গুলোতে শুধু Windows 10 বা এর পরের ভার্সন সাপোর্ট করবে https://techtun.es/PiFQ7F।  আপনি ল্যাপটপ যদি সেটি হয় তবে আপনি আর আপনার ল্যাপটপে Windows 7 ব্যবহার করতে পারবেন না।

তবে Windows 7 ব্যবহারের কোন যৌক্তিকতা নেই কারণ এটি খুব শীঘ্রই একটি Dead Operating System এ পরিণত হবে। তাছাড়া Windows ১০ এর রযেছে দারুন ড্রাইভার সাপোর্ট এবং একটি স্মার্ট Operating System, Windows 7 এর তুলনায়। যদিও Windows ১০ এর জন্য আপনার ল্যাপটপ স্লো হবার কথা নয় তবে যদি Windows ১০ এর জন্য আপনার ল্যাপটপ Slow মনে হয় তবে আপনি Ubuntu, Mint বা কোন লাইট OS ব্যবহার করে দেখেতে পারেন।

আমার ল‌্যাপটপ মডেল নাম্বার হচ্ছে WPR14N33SL

Walton Prelude R1 BIOS reset দেয়ার পর হটাত করে ব্রাইটনেস একদম কমে গেছে এখন কি করা যায়?