ফ্রিল্যান্সিং – আপওয়ার্ক

ফ্রিল্যান্সিং

হাই! আমি প্রায় দুবছর আগে আপওয়ার্কে একাউন্ট খুলি। কিন্তু নিয়মিত ছিলাম না। এখন আমি নিয়মিত হতে চাই। কিন্তু আমার কোন ক্রেডিট কার্ড নাই, পেমেন্ট মেথড ভেরিফাই না করলে কি কাজ পাওয়া যায়?

নতুন হিসেবে সকল ফ্রিল্যান্সার ভাইদের কাছ থেকে কিছু উপদেশ চাচ্ছি।

 


দেখা
1,523
উত্তর
2
5 বছর 3 মাস আগে

আপওয়ার্কে কাজ পেতে কোন পেমেন্ট মেথড ভেরিফাই করার প্রয়োজন হয় না বা ফ্রিল্যান্সার হায়ার করতেও কোন পেমেন্ট মেথড ভেরিফাই করার প্রয়োজন হয় না। আপনি যখন ফ্রিল্যান্সার হায়ার করে তাদের পেমেন্ট দিবেন তখন পেমেন্ট মেথড ভেরিফাই করতে হয়।

ভাই আপনার যদি পেমেন্ট মেথড নিয়ে সমস্যা থাকে তাহলে আপনি বাংলাদেশি সাইট kajkey.com এ কাজ করতে পারেন। তাহলে আপনার আর কোন পেমেন্ট মেথড নিয়ে সমস্যা থাকবে না।