কিভাবে মার্কেটিং করলে আমার অ্যাপসের ইনস্টল বাড়াতে পারবো?

অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলোপমেন্ট এসইও

আমার কিছু নিউসপেপার রিলেটেড এন্ড্রোইড অ্যাপস আছে, কিন্তু ইনস্টল হয় খুব কম | অ্যাপসগুলো গুগল প্লে স্টোরে আছে | এর মধ্যে বাংলাদেশের জন্য রয়েছে একটি অ্যাপস | Bangla newspapers


দেখা
826
উত্তর
2
5 বছর 4 মাস আগে

আপনি AD Platform গুলোতে শুধুমাত্র Pay Per App Install বেসিস এডভার্টাইজমেন্ট করে আপনার অ্যাপ ইন্সটল বাড়াতে পারেন। যা CPA এডভার্টাইজেমন্ট এর আওতাভুক্ত। এধরনের AD Platform গুলো হচ্ছে Techtunes ADs, Google Ads ইত্যাদি।

তবে অ্যাপ ইন্সটল বাড়াতে আপনার অ্যাপের ডিজাইন UX ও UI অনেক রিচ ও ইন্টারএকটিভ হতে হবে। আপনার অ্যাপ অবশ্যই পবলেম সলভিং অ্যাপ হতে হবে। এই বৈশিষ্ঠ্য থাকলে ইউজারই আপনার অ্যাপের মার্কেটিং করবে।

    আপনার সুন্দর পরামর্শের জন্য আন্তরিক ধন্যবাদ |