টেক ভাইয়াগন, আমার সালাম নিন। আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন। আমি যে সমস্যায় ভুগছি তা অনেকেই ভুগছেন। আর তা হলো-কম্পিউটারে উইন্ডোস নস্ট হয়ে গেলে সেটাপের সময় কম্পিউটারে প্রয়োজনীয় ফাইল অন্যত্র সরানো। কিন্তু এটা করতে হলে উইন্ডোস লাইভ ডিক্সের প্রয়োজন হয়। তাই, টেক ভাইয়ারা যদি উইন্ডোস ৭, উইন্ডোস ৮.১ প্রো, উইন্ডোস ১০ প্রো এর লাইভ ডিক্সের আইএসও ফরমেট গুলি দিতেন, যাতে আমরা আইএসও ফরমেট গুলি ডিক্সে রাইট করে তা লাইভ ডিক্স হিসেবে ব্যবহার করে জরুরী মুহূর্তে কম্পিউটারের প্রয়োজনীয় ফাইল অন্যত্র সরিয়ে উইন্ডোস সেটাপ দিতে পারি-তাহলে খুবই উপকার হতো। অনুরোধটটি রাখবেন আশা করি। একেএম রেজাউল করিম। -উত্তরা, ঢাকা।
অনেক এবং অনেক ধরনের লাইভ সিডি আছে। আপনি পছন্দ মত যে কোন লাইভ সিডি ব্যবহার করতে পারেন। আপনাকে এখানে https://techtun.es/k8Alxu পুরো লাইভ সিডি এর একটি ভান্ডার পাবেন। তবে বিশেষ করে উইন্ডোসের জন্য প্রোফেশনালরা Windows PE (Preinstallation Environment) https://techtun.es/vptFz9 https://techtun.es/uLrRIC ব্যবহার করে থাকে।
তবে বারবার উন্ডোস সেটআপ না দিয়ে উইন্ডোস Deploy করা শিখুন। Windows Deploy লিখে ওয়েবে সার্চ দিন।