এমএস ওয়ার্ড ফাইলের এক্সটেনশন পরিবর্তন এটা কি ধরনের ভাইরাস-সমাধান কি?

মাইক্রোসফট ওয়ার্ড

সালাম নিন। ইদানিং আমার কম্পিউটারে একটা সমস্যা পরিলক্ষিত হচ্ছে। আর তা হলো- এম এস ওয়ার্ড ফাইলের এক্সটেনশন.doc এর পরিবর্তে পরিবর্তন হয়ে.doc.tocue হয়ে গেছে। এটা নাকি র‌্যানসম ওয়ার। এ সমস্যা সমাধানের জন্য যথাযথ সমাধান আশা করি।


দেখা
1,138
উত্তর
1
5 বছর 5 মাস আগে

এটি একটি রেন্সমওয়্যার যা Tocue virus বলা হয়। এর সম্বন্ধে জানতে ও ঠিক করতে দেখুন https://techtun.es/MGlpso