হারানো ফোনের আই পি এড্রেস দিয়ে কিভাবে সেই ফোনের সকল তথ্য সংগ্রহ করতে পারবো?

স্মার্টফোন

আমার হারানো ফোনের আই পি এড্রেস জানি, এখন আমি সেই আই পি এড্রেস দিয়ে কিভাবে সেই ফোনের সকল তথ্য সংগ্রহ করতে পারবো?


দেখা
3,183
উত্তর
1
5 বছর 7 মাস আগে

ফোনের নির্দিষ্ট কোন আইপি এড্রেস থাকে না। কোন নির্দিষ্ট নেটওয়ার্কে যখন আপনি যুক্ত হোন তখন সে নেটওয়ার্ক আপনার ডিভাইসে একটি আইপি এড্রেস এসাইন করে। অর্থাৎ আইপি এড্রেস ফোনের কোন আইডেন্টিটি নয় বরং আপনি যখন যে নেটওয়ার্কে যুক্ত হোন সে নেটওয়ার্ক দ্বারা এসাইনকৃত এড্রেস।

ফোন ও আইপি এড্রেস এসাইন করতে পারে যখন ফোন নিজে কোন নেটওয়ার্কে কানেক্ট করে। যেমন মোবাইল হটস্পট। ফোনের আইডেন্টি হচ্ছে ম্যাক এড্রেস ও IMEI Number. IMEI Number জানা থাকলে ফোন ট্র্যাক করা সম্ভব তবে সেটা দেশের ন্যাশনাল সিকিউরিটি ও মোবাইল অপারেটররা পারবে আপনি না।

আপনি নিজের ফোন ট্র্যাক এনাবলড আগে থেকে করে রাখলে তখন যদি আপনার ফোন হারিয়ে যায় তখন ট্র্যাক করতে পারবেন। অর্থাৎ আপনাকে আগে থেকে সবসময় তা এনাবলড রাখতে হবে। Lost ফোন ট্র্যাকের অনেক প্রযুক্তি রয়েছে। তবে বেশির ভাগই আপনাকে নিজে থেকে এনাবলব করতে হবে। আর আপনি আগে থেকে ট্র্যাক এনাবলড করেন তবে বেশির ভাগ প্রযুক্তি তখনই কাজ করবে যখন ডিভাইসটি ইন্টারনেট এর সাথে যুক্ত হয় বা নতুন সিম ইনসার্ট করে SMS এর মাধ্যমে কমিউনিকেট করে। যদি ডিভাইস ইন্টারনেট এর সাথে যুক্ত না হয় বা সিম এর মাধ্যমে SMS এর মাধ্যমে কমিউনিকেট না হয় তবে আপনার ডিভাইস ট্র্যাক করা সম্ভব হবে না। তবে নতুন অনেক ডিভাইসে জিপিআরএস চিপ থাকে যার মাধ্যমেও মোবাইল ট্র্যাক করা যায়, ডিভাইস ইন্টারনেট এর সাথে কানেক্টেড না হলেও। তবে এধরনের সেটের সংখ্যা বাজারে খুব কম এবং খুব বেশি দামী সেট ছাড়া জিপিআরএস চিপ সেট বাজারে নেই। সঠিক সংখ্যাটি জানা নেই আপনি ওয়েবে সার্চ করলেই পেয়ে যাবেন।

Lost Phone Technology বা শুধু Lost Phone লিখে ওয়েবে বা টেকটিউনসে সার্চ করলে প্রচুর কন্টেন্ট, অ্যাপ ও সলিশন পাবেন। আপনার বর্তমান ফোন বা নতুন ফোনে তা পূর্ব সতর্কতা হিসেবে আগেই সেট করে নিন। এছাড়া অ্যান্ড্রয়েড ফোন ও আইওএস প্রতিটি ফোনে বিল্টইন অপশন রযেছে Lost Phone ট্র্যাক কররা। যা আপনাকে অবশ্যই নিজে থেকে এনবেলড এ সেটিং করে নিতে হবে।

আইপি এড্রেস যেহেতু ডিভাইসের কোন ফিক্সড আইডেন্টিটি নয় তাই আইপি এড্রেস দিয়ে হারানো মোবাইল ট্র্যাক করা সম্ভব নয়।