নাম ভুলে যাওয়া এমএস ওয়ার্ড ডকুমেন্ট খুঁজে বের করবো কিভাবে?

মাইক্রোসফট ওয়ার্ড

আমি অনেক দিন আগে এমএস ওয়ার্ডে একটি বাংলা দরখাস্ত লিখেছি। কিন্তু কারন বশত আমি আমার মত একটি নাম দিয়ে সেইভ করেছি। ১ মাস পর যার দরখাস্ত তৈরি করেছি সে বলে ভাই আমার এই দরখাস্তটি আপনার কম্পিউটারে করা এখন একটু কারেকশান হবে। আরেকটা কপি দিন। কিন্তু আমি কি নাম দিয়ে সেইভ করেছি। তা জানা নেই। এখন কি করতে পারি।


দেখা
1,011
উত্তর
1
5 বছর 11 মাস আগে

At first enter in My Computer>C drive. Type *.doc in search option. You will see all your document files here arranged by editing date. Scroll down slowly & keep eyes on files name and also last edit date. Apply your IQ, open some files as you doubt it may be your desired file.
Follow this method for all your drives.
Thanks.