পিসি অনেক্ষণ পরে বার বার পাওয়ার বাটন চাপার পর হটাৎ অপেন হচ্ছে

কম্পিউটার

আস্সালামু আলাইকুম

জনাব, আমার পিসিটা কদিন যাবৎ অন হচ্ছেনা। অনেক্ষন পরে বার বার পাওয়ার বাটন  চাপার পর হটাৎ অপেন হচ্ছে। এ বিষয়ে আপনাদের সহযোগিতা থাকি।


দেখা
1,252
উত্তর
2

সমস্যা কি পিসি না পাওয়ার বাটনে? সেটা কি আইডেন্টিফাই করতে পেরেছেন?

মেইনবোর্ডের পাওয়ার পিন সর্ট করে সুইচিং করে দ্যাখেন, যদি সমস্যা ছাড়া প্রতিবার অন হয় তাহলে আপনার পাওয়ার বাটনে সমস্যা থাকতে পারে, পাওয়ার বাটন পরিবর্তন করুন, সমাধান হয়ে যাবে ইনশা-আল্লাহ