বাংলা লেখায় সমাধান খুঁজছি

বাংলা কম্পিউটিং

আমি উইনডোজ-১০ এ এডোবি ইলাষ্ট্রেটর সিসি ব্যবহার করছি। বাংলা লিখতে আমি বিজয়-২১ ব্যবহার করছি। আগে বিজয়-৫২ ও ব্যবহার করেছি। কিন্তু ইলাষ্ট্রেটর সিসিতে  বাংলা সুন্দর সুন্দর ফ্রন্টে ইউনিকোডে বাংলা লিখতে গেলে অনেক সমস্যা পোহাতে হচ্ছে। যেমন যুক্তাক্ষর বা ইকার বা উ-কার লিখতে গেলে ভেঙ্গে যায়। যেটা আবার  এমএস ওয়ার্ডে ঠিক থাকে।  এটার কি কোন সমাধান আছে?
আছে?
বিশেষজ্ঞ ভাইদের মতামত ও সমাধান প্রক্রিয়া চাই।


দেখা
1,880
উত্তর
3

ফটোশপে বাংলা লিখতে পারছেন না? সহজ সমাধান নিন!

https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/108326

Use Avro Keyboard.
অভ্র এর যুগে বিজয় অচল। আর Adobe CC থেকে South Asian Language encoding (Unicode UTF-8) enable করে নিন।