আমার MSI ল্যাপটপ বিল্ট ইন কিবোর্ড নষ্ট। সেটা ডিসকানেক্ট করা। আগে উইনডোজ সেটাপ করতাম USB কিবোর্ড দিয়া। গত কয়েক মাস যাবৎUSB কিবোর্ড দিয়া BIOS এ ঢুকতে পারতেছিনা। ল্যাপটপ পুরোপুরি চালু হওয়ার আগে USB কিবোর্ড কানেক্ট হয়না। কিভাবে BIOS এ ঢুকতে পারি। এক্সপার্ট ভাইয়েরা একটু সাহায্য করবেন।
আপনি কি উইনন্ডোজ 10 ব্যবহার করেন? তাহলে Power অপশনে গিয়ে Turn off Fast Startup অপশনটি ডিজেবল করে দিন। পরে রিস্টার্ট দিয়ে দেখেন কাজ হয় কিনা।
ধন্যবাদ।