ফেইসবুক বুস্ট Not Approve এর সমাধান চাই মোবাইল ফোন রিলেটেড, টিউন বুস্ট হচ্ছে না

ফেসবুক

আমি ফেইসবুক এ রিফারবিশড মোবাইল ফোন বিক্রি করি বিভিন্ন ব্র্যান্ড এর যেমন স্যামসাং, আইফোন, সাওমি। এখন আমি চাচ্ছি ফেইসবুক বিজনিস পেইজ এর মাধ্যমে টিউন বুস্ট করে পেইড প্রোমোশন করার জন্য কিন্তু আমি অনেক ভাবে চেস্টা করলাম কিছুতেই আমার এড আপ্রুভ হচ্ছে না। ভিডিও, পিকচার সব কিছু দিয়েই আমি চেস্টা করেছি কিন্তু কনো ভাবেই আমার এড আপ্রুভ নিচ্ছে না।

প্রথম এ ভেবেছিলাম আমার পিকচার, ভিডিও অথবা টেক্সট এ কোন ভুল হচ্ছে তাই আমি অন্য যারা আছে এভাবে বিজনিস করে যেমন কোরিয়ান গেজেট স্টোর আরো বিভিন্ন পেইজ যারা ফেইসবুক এ প্রোমোশন করে তাদেরকে ফলো করি, তারা জেভাবে টিউন করেছে, যেমন টেক্সট, ভিডিও, পিকচার ইউজ করেছে আমিও সেইম অইরকম ভাবে ট্রাই করেছি ওদের বুস্ট রানিং অথচ তবুও আমার টা আপ্রুভ হচ্ছে না।

আমি জানতে চাই কিভাবে আমি বুস্ট আপ্রুভাল পেতে পারি? ওদের মত সেইম ভাবে ট্রাই করেছি ওদের বুস্ট রানিং হলে আমার টা হচ্ছে না কেনো? এইসব ব্র্যান্ড এর পণ্য প্রমোট করতে হলে কি অন্য কনো সিস্টেম করতে হয়?


দেখা
919
উত্তর
2
6 বছর 2 মাস আগে

হয় আপনার ফেসবুক বিজনেস প্রোফাইলে কপিরাইট ইস্যু রয়েছে বা আপনার ক্রেডিট কার্ডে সমস্যা রয়েছে। আপনার অন্য ক্রেডিট কার্ড দিয়ে ট্রাই করুন। বা অন্য প্রোফাইল খুলে তাতে ফেসবুক পেইজ, ফেসবুক বিজনেস এ যোগ করে বুস্ট করুন।

Facebook Brand or other Brand product facebook e boost kora jay na boost korar age aktu facebook terms and condition pore tarpore boost koren .notuba apner card suspend kore dibe .
Thanks