আমার ওয়েবসাইটের লিংক ফেইসবুক স্পাম করে

ফেসবুক

আমি জানতে চাই  করলে ফেইসবুক এ আনার নিউজ সাইটের লিনক ফেইসবুক এ প্রকাশ করতে পারব। আমি আমার ওয়ার্ডপ্রেস এ এসিও প্লাগিন ২ টা ইউজ করি আর auto ssl প্লাগিন টা ইউজ করি।

কোন নিউজ এর লিনক ফেইসবুক এ পাব্লিশ করলে সেটা স্পাম লিনক হিসেবে ফেইসবুক ঘোষনা করে। এটার সমাধান কিভাবে করবো প্লিজ হেল্প করেন।


দেখা
971
উত্তর
2
6 বছর 2 মাস আগে

আচ্ছা আপনি কোন Adnetwork Use করেন

আপনি এর আগে আপনার পেইজে এমন কোন কন্টেন্ট শেয়ার করেছেন যা ফেসবুক গাইডলাইন ভঙ্গ বা ভায়োলেট করে তাই স্প্যাম লিংক হিসেবে ডিডেক্ট করছে। তবে ফেসবুক সাধারণত একবার স্প্যাম লিংক ডিডেক্ট করলে তা ৭ সপ্তাহের মধ্যে ঠিক করে দেয়। তবে বারবার একই কাজ করলে তা ঠিক হবার সম্ভবণা নেই।