আমার Symphony E50 ডিভাইসটিতে 3g চালু হয় না

মোবাইল সেট

আমি Symphony E50 ইউজার। এটি দিয়ে মাজে মধ্যে নেট ব্যবহার করতাম। তবে তা দিয়ে 3g সংক্রান্ত সমস্যার কারণে ভালোভাবে ইন্টারনেট ব্রাউজ করতে পারতাম না। মোবাইলের নেটওয়ার্ক অপশন থেকে 3g চালু করলেই একা একাই নেটওয়ার্ক সংকেত চলে গেত। আবার 2g চালু করলেই পুর্বের অবস্থায় ফিরে যায়। এই সমস্যাটা সমাধান করার কোনো উপায় আছে কি?


দেখা
939
উত্তর
1
6 বছর 2 মাস আগে

ফোনটি ফ্লাস করে দেখতে পারেন। ঠিক না হলে নেটওয়ার্ক আইসি পরিবর্তন করতে হবে।