Read Me Virus সমস্যা

কম্পিউটার ভাইরাস

Read Me Virus: আমার হার্ড ড্রাইভের যে যে ফোল্ডারে pdf ফাইল আছে, সেখানে readme লেখা একটি ফাইল থাকে যার ফলে কোন pdf file open হয় না এডোবি রিডারে ওপেন হয় না এই virus থেকে কিভাবে আমি আমার pdf file গুলো কে ফিরে পেতে পারি? জানালে উপকৃত হব।


দেখা
1,011
উত্তর
1

আপনি ক্যাস্পার স্কি (ট্রায়েল ভার্সন হলেও সমস্যা নেই) দিয়ে পুরো পিসি Deep Scan করুন। কারণ অনেক সময় পার্টিশনেও ভাইরাস থাকে। এবং পিসির সমস্ত ভাইরাস ক্লিন করুন। এর ফলে আপনার PDF ফাইল ফিরে পেতে পারেন। তবে ভাইরাস যদি আপনার PDF ফাইলে এটাক্ট করে তবে তা আর ফিরে পাবেন না। তবে ভাইসার সাধারণত Zip ফাইল নস্ট করে ফেলে। Readme ফাইল খুব একটা ক্ষতি করে না। আপনি উপরের পদ্ধতি ফলো করুন। তবে ভাইরাস ক্লিনের আগে ও পরে পেন ড্রাইভ ব্যবহারে সতর্ক থাকুন। কারণ ভাইরাস যুক্ত পেন ড্রাইড ব্যবহারের ফলে আপনাকে আবার একই সমস্যার সম্মুখিন হতে হবে।