ভিডিও এর উপরে এবং নিচে একটা লেখা থাকে এবং মাঝখানে ভিডিও টা প্লে হয় এ ধরনের ভিডিও বানাবো কিভাবে?

ভিডিও এডিটিং

সালাম ভিডিও এডিটিং দক্ষ ভাইয়াদের কাছে জানতে চাই.আমরা ফেইজবুকে কিছু ভিডিও দেখি যেগুলা ভিডিও এর উপরে এবং নিচে একটা লেখা থাকে মাঝখানে ভিডিও টা প্লে হয়।

এটা কি করে ইডিট করা হয়? কোন ভাইয়া জানালে উপকৃত হবো। কোন ভিডিও টিউটোরিয়াল থাকলেও দিন এই সম্পর্কিত। আগাম ধন্যবাদ।


দেখা
2,009
উত্তর
2
6 বছর 2 মাস আগে

কিভাবে মানব সভ্যতার বিকশিত শুরু হয়েছিল? How did human civilization began?
https://www.youtube.com/watch?v=Y5a4bo3bHxI

আপনি যে কোন ভিডিও এডিটর দিয়ে এ কাজ করতে পারবেন। আপনি https://filmora.wondershare.com/video-editor/ ব্যবহার করে খুব সহজেই এ কাজ করতে পারবেন। টেকটিউনসে ও ইউটিউবে filmora লিখে সার্চ করলে অসংখ্য ভিডিও টিউটোরিয়াল পেয়ে যাবেন।