আমার ল্যাপটপ Compac. প্রসেসর 1GHz. RAM- 4 GB, 32 bit operating system x64 based processor, windows 8.
ল্যাপটপটা অন করার পর প্রায়ই দেখা যায়, ল্যাপটপের ডেস্কটপে সেইভ করা একটি নির্দিষ্ট ফাইল সিলেক্ট হয়ে থাকে। অন্য যে ফাইলেই ক্লিক করি না কেন, ক্লিক করা ফাইলটা ওপেন না হয়ে সিলেক্ট হওয়া ফাইলটা ওপেন হয়। সিলেক্ট হওয়া ফাইলটা ডিলেট করে দিয়ে দেখেছি, তখনন অন্য আরেকটা সিলেক্ট হয়ে থাকে।
ল্যাপটপের ক্যানসেল বাটন বা f12 বারবার প্রেস করে এটা থেকে বের হতে হয়। মাঝে মাঝে তাতেও কাজ হয় না। তখন পাওয়ার বাটন চেপে ধরে বন্ধ করে আবার অন করতে হয়।
এ অবস্থায় করণীয় কী?
স্ক্রিনসট দিন।