আমি একটি মাস্টার কার্ড করতে চাচ্ছি কিন্তু বুঝতে পারছি না কোন ব্যাংকের করবো এবং কেমন সুবিধা /অসুবিধা ভোগ করবো কারো জানা থাকলে একটু ডিটেল্স বলবেন প্লিজ।
যেকোন ব্যাংকের ক্রেডিট কার্ড করলেই আপনি অনলাইন ট্রানজেকশন করতে পারবেন। গুরুত্বপূর্ন বিষয় হল নরমালি ক্রেডিট কার্ড দিয়ে আপনি লোকাল অর্থাৎ দেশের ভিতর যেকোন অনলাইন শপিং (পেমেন্ট) করতে পারবেন। কিন্তু দেশের বাহির থেকে কিছু কিনতে চাইলে বা কোন লেনদেন করতে চাইলে ব্যাংক থেকে আপনার কার্ডটি ডুয়াল কারেন্সি করে নিতে হবে। সেক্ষেত্রে আপনার কার্ডের এনুয়াল ফি অনেক বেড়ে যাবে। আবার আপনি কার্ডটি ডুয়াল কারেন্সি করলেই ইন্টারন্যাশনাল লেনদেন করতে পারবেন না। সেজন্য আপনাকে ডলার এনডোর্সমেন্ট করে নিতে হবে। এক্ষেত্রে আপনার পাসপোর্ট প্রয়োজন হবে।
নরমাল লেনদেনের জন্য সহজ ও সল্প খরচে ডিবিবিএল কার্ড এবং একটু বেশি সুবিধা নিতে (ইএমআই সুবিধা) স্ট্যান্ডার্ড চার্টার্ট অথবা সিটি-এ্যমেক্স নিতে পারেন। ইন্টারন্যাশনাল পেমেন্টের জন্য ব্যাংক এশিয়ার “স্বাধীন” মাস্টারকার্ড দেখতে পারেন। এটি একটি একটি ডুয়েল কারেন্সি কার্ড। আপনি বাংলাদেশি “টাকা” এবং ইন্টারন্যাশনাল “USD” কারেন্সী তে লেনদেন করতে পারবেন।
ধন্যবাদ।
যে কোন ব্যাংকের ইন্টারন্যাশনাল বা USD কার্ড করলেই আপনি অনলাইনে ট্রান্জেকশন করতে পারবেন। সেটা মাস্টার হোক বা ভিসা বা AMEX